Image
ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
361. RCC beam-এ কেন Stirrup দেওয়া হয়?
Flaxtural stress নেওয়ার জন্য
Shear stress নেওয়ার জন্য সাতকা
Concrete-কে ধরে রাখার জন্য
শুধুমাত্র main reinforcement-কে মধ্যস্থানে রাখার জন্য
362. রড আয়রনে কার্বনের সর্বোচ্চ মাত্রা হলো-
০.১৫%
১.৫%
১.৩%
২%
363. ACI কোড অনুসারে Beam-এ Minimum bending ty reinforcement কত?
fy/200
200/fy
fy/100
100/fy
364. স্পাইরাল কলামে 16mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা হয়?
4 টি
৪ টি
6 টি
10 টি
365. একটি Circular Column-এর Minimum dimension কত?
4 inch dia
8 inch dia
10 inch dia
12 inch dia
366. আরবি স্ল্যাবের RCC-এর তুলনায় খরচ কম
30%
50%
40%
25%
367. Slab-এর ক্ষেত্রে Reinforcement-এর সর্বোচ্চ % কত?
2%
6%
4%
8%
368. ACI code অনুসারে Column-এর minimum longitudinal reinforcement কত?
0.5%
2%
1%
3%
369. USD পদ্ধতিতে মোমেন্টের লঘুকরণ গুণকের মান কত?
০.৪
০.৬
০.৯
০.৮
370. Slab-এ Clear cover সর্বনিম্ন কত মিমি রাখা উচিত?
১০
১৫
১২
১৮
371. রিইনফোর্সমেন্ট ব্রিক ম্যাসনরির শক্তি বৃদ্ধি করতে ব্যবহার করা হয়-
মাস্ট্রিরাপ
ফ্লাট মাইল্ড স্টিল রড
মাইল্ড স্টিল
কোনোটিই নয়
372. নিচের কোনটিতে রড ব্যবহার করা হয়?
বিম
স্লাব
লিন্টেল
সবগুলো
373. একটি Simply supported slab-এর minimum thickness কত?
L/10
L/12
L/25
L/30
374. Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?
T-Beam
Continuous beam
Rectangular beam
কোনোটিই নয়
375. ACI কোড অনুসারে L কার্যকরী দৈর্ঘ্যবিশিষ্ট Cantilever Slab-এর ন্যূনতম পুরুত্ব কত হবে?
L/12
L/20
L/16
L/24
376. একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমে 4টি 22mmo bar ব্যবহার করা হয়েছে। যদি fs = 140 MPa, fc = 21 MPa হয়, তবে ঐ রডগুলোর Embedment দৈর্ঘ্য cm এককে কত হবে?
৩৬.৫
৪৫.২৫
৩৯.২৩
কোনোটিই নয়
377. RCC কলামকে Short column হিসেবে ধরা হবে যখন এর Slenderness ratio-
৩০ এর কম হবে
৩৫ এর কম হবে
৮০ এর কম হবে
৫০ এর কম হবে
379. পীড়নের ফলে বিমে কৌণিক ফাটলের সৃষ্টি করে, তাকে বলা হয়-
Imposed Load
Shear Stress
Diagonal Tension
Bond Stress