Image
ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
81. শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক রেখা কোন ধরনের লোডের নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
শূন্য লোড
ত্রিভুজাকার লোড
82. যে সব বিম উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে তাকে বলে-
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
সাধারণভাবে স্থাপিত বিম
আবদ্ধ বিম
83. যে বিমের এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধাদরণ বিম
ঝুলন্ত বিম
84. শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে--
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
86. শিয়ার ফোর্স ডায়গ্রাম যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলে-
ইনফ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিস্কৃয় বিন্দু
বিপজ্জনক বিন্দু
88. L. দৈর্ঘ্যর একটি সাধারণ বিমের ওপর প্রতি মিটারে W কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে-
WL^2/4
WL^210
WE^2/8
WL^2/12
89. যে বিমের উভয় প্রাপ্ত দৃঢ়ভাবে আটানো লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার
আবদ
সাধারণ
ঝুলন্ত
90. গতির বেগ বৃদ্ধি হলে ঘর্ষণ বল-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
হ্রাস-বৃদ্ধি পায়
কোনটাই নয়
91. দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে এদের মধ্যে-
উপরের বস্তুর ওপর
নিচের বস্তুর ওপর
দুটি বস্তুরই তলের ওপর
যেটি সবচেয়ে বেশি অমসৃণ তার উপর
92. যে বিষের এক প্রাপ্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে বলে-
সাধারণ বিম
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
93. বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের ওপর নির্দেশ করে-
ত্রিভুজাকার
আয়তাকার
কেন্দ্রিভূত
হেলানো লোড
94. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা নির্দেশ করে-
কেন্দ্রিভূত লোড
শূন্য লোড
হেলানো লোড
কাপল লোড
95. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে লম্ব রেখার অবস্থান করে ঐ বিন্দুতে বিমের ওপর যে লোড কাজ করে তা হলো-
কেন্দ্রিভূত লোড
ত্রিভুজাকার
আয়তাকার
কাপল
96. ঘর্ষণ বল সর্বদা কাজ করে প্রয়োগকৃত বলের-
সমান্তরালে
তলের সমস্তরালে
একই দিকে
তলের সমান্তরালে ও বিপরীত দিকে
97. নত তলের উপর বস্তুর ওজন ww অবস্থিত থাকলে তলে প্রক্রিয়া বলের মান হবে?
w.cos 30°
w sin 30°
w.cos 60
w sin 60°
99. ঘর্ষণ বল নির্ভর করে-
তলদেশের ক্ষেত্রের ওপর
বস্তুর গতির ওপর
তলদেশের অমসৃণতার ওপর
প্রয়োগকৃত বলের ওপর
100. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয়-
ইনফ্লেকশন বিন্দু
বিপজ্জনক বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিষ্কৃয় বিন্দু