Image
ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
81. ঘর্ষণ বল সর্বদা কাজ করে প্রয়োগকৃত বলের-
সমান্তরালে
তলের সমস্তরালে
একই দিকে
তলের সমান্তরালে ও বিপরীত দিকে
82. ঘর্ষণ বল নির্ভর করে-
তলদেশের ক্ষেত্রের ওপর
বস্তুর গতির ওপর
তলদেশের অমসৃণতার ওপর
প্রয়োগকৃত বলের ওপর
83. বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের ওপর নির্দেশ করে-
ত্রিভুজাকার
আয়তাকার
কেন্দ্রিভূত
হেলানো লোড
84. দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে এদের মধ্যে-
উপরের বস্তুর ওপর
নিচের বস্তুর ওপর
দুটি বস্তুরই তলের ওপর
যেটি সবচেয়ে বেশি অমসৃণ তার উপর
85. L. দৈর্ঘ্যর একটি সাধারণ বিমের ওপর প্রতি মিটারে W কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে-
WL^2/4
WL^210
WE^2/8
WL^2/12
87. শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক রেখা কোন ধরনের লোডের নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
শূন্য লোড
ত্রিভুজাকার লোড
89. শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে--
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
90. যে সব বিম উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে তাকে বলে-
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
সাধারণভাবে স্থাপিত বিম
আবদ্ধ বিম
91. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা নির্দেশ করে-
কেন্দ্রিভূত লোড
শূন্য লোড
হেলানো লোড
কাপল লোড
93. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে লম্ব রেখার অবস্থান করে ঐ বিন্দুতে বিমের ওপর যে লোড কাজ করে তা হলো-
কেন্দ্রিভূত লোড
ত্রিভুজাকার
আয়তাকার
কাপল
94. যে বিমের উভয় প্রাপ্ত দৃঢ়ভাবে আটানো লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার
আবদ
সাধারণ
ঝুলন্ত
95. যে বিষের এক প্রাপ্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে বলে-
সাধারণ বিম
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
96. গতির বেগ বৃদ্ধি হলে ঘর্ষণ বল-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
হ্রাস-বৃদ্ধি পায়
কোনটাই নয়
97. শিয়ার ফোর্স ডায়গ্রাম যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলে-
ইনফ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিস্কৃয় বিন্দু
বিপজ্জনক বিন্দু
98. নত তলের উপর বস্তুর ওজন ww অবস্থিত থাকলে তলে প্রক্রিয়া বলের মান হবে?
w.cos 30°
w sin 30°
w.cos 60
w sin 60°
99. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয়-
ইনফ্লেকশন বিন্দু
বিপজ্জনক বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিষ্কৃয় বিন্দু
100. যে বিমের এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধাদরণ বিম
ঝুলন্ত বিম