22. Spiral Column-এ 16 mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায়?
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: Explained:- IS-এর 456: 2000 অনুযায়ী আয়তাকার Column-এ সর্বনিম্ন 4 pcs এবং spiral Column-এ সর্বনিম্ন 6 pcs রড ব্যবহার করতে হবে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Spiral Column এ 16 mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায় -৬ টি।
2. 35 cm 35 cm আকারের টাইড কলামে ৪ টি 20 mm dia rod আছে। 10 mm dia rod আকারের টাই রডের spacing কত- 32 cm.
3. 30 cm x 30 cm আকারের কলামের কার্যকরী দৈর্ঘ্য 3.5 m হলে, রিডাকশন ফ্যাক্টর কত- 0.76.
4. কলামের ন্যূনতম দৈর্ঘ্য এর ন্যূনতম পার্শ্বমাপের কত গুণ হওয়া উচিত-3গুণ।