Image
ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
2. অভ্যন্তরীণ গঠন অনুসারে সেভেন সেগমেন্ট ডিসপ্লে কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
3. একটি ইনস্ট্রাকশনের পূর্ণকাজ সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয়, তার নাম কী?
মেশিন সাইকেল
ইনস্ট্রাকশন সাইকেল
ক্লক পিরিয়ড
টাইমিং ডায়াগ্রাম
4. পেরিফেরাল ডিভাইস ও আউটপুট ডিভাইসকে আলাদা করা ও খানিক সময় তথ্য ধরে রাখা নিচের কোন ডিভাইস-এর কাজ?
স্টেপার মোটরের কাজ
বাফার-এর কাজ
সেভেন সেগমেন্ট ডিসপ্লের কাজ
কোনোটিই নয়
5. নিচের কোন প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি ভাষায় লিখিত নিমোনিক্সকে তাদের সমতুল্য মেশিন কোডে রূপান্তর করে?
কম্পাইলার
ডিবাগার
অ্যাসেম্বলার
ইমুলেটর
6. স্টেক পয়েন্টার নিচের কোন কাজটি করে?
R/W মেমরি লোকেশনকে চিহ্নিত করে
I/O ডিভাইসকে ডাটা ট্রান্সফারের অনুমোদন দেয়
Address বাসের তথ্যকে ডাটাবাস হতে ৩১৫ ক আলাদা করে
কোনোটিই নয়
9. স্টেপার মোটর নিচের কোথায় ব্যবহৃত হয়?
ফ্লপি ডিস্ক
হার্ডডিস্ক
সিডি/ডিভিডি রম
উপরের সবগুলো
10. মাইক্রোপ্রসেসরের বাসসমূহ ব্যবহারের অনুমতি চাওয়ার জন্য নিচের কোন সিগন্যাল ব্যবহৃত হয়?
HOLD সিগন্যাল
HLDA সিগন্যাল
উপরের দুটোই
কোনোটিই নয়
13. কী-বোর্ড, স্কেল, ডিসপ্লে এবং MPU- এই চারটি সেকশন নিয়ে কোন up টি গঠিত?
Intel-8255
Intel-8755
Intel-8275
Intel-8279
14. সিস্টেমে 16 কিলোবাইট অপেক্ষা বেশি মেমরি ব্যবহার প্রয়োজন হলে কোন র্যাম ব্যবহৃত হয়?
স্ট্যাটিক র্যাম
ডাইনামিক র্যাম
উপরের দুটোই
কোনোটিই নয়
16. Intel 8085 up-এর অপারেটিং ফ্রিকুয়েন্সি উত্তরমালা কত?
1.03 মেগাহার্টজ
2.03 মেগাহার্টজ
3.03 মেগাহার্টজ
কোনোটিই নয়
17. কম্পিউটারের বিভিন্ন 1/0 ডিভাইসসমূহ ও মেমরিকে (p- এর সাথে সংযুক্ত করার পদ্ধতিকে কী বলে?
ইন্টারান্ট
ইন্টারফেসিং
মেমরি ম্যাপিং
কোনোটিই নয়
19. কোন ধরনের অ্যাড্রেসিং মোডে কোনো অপারেন্ড ব্যবহার করা হয় না?
ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড
ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড
ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড
কোনোটিই নয়
20. ৪086-এর Address Line দিয়ে কত মেমরি লোকেশনকে অ্যাড্রেস করা সম্ভব?
1 মেগাবাইট মেমরি
2 মেগাবাইট মেমরি
3 মেগাবাইট মেমরি
4 মেগাবাইট মেমরি