Image
MCQ
141. CMOS ডিভাইসের জন্য গ্রহণযোগ্য সরবরাহ ভোল্টেজ-
+5 ভোল্ট
-5 ভোল্ট
3 থেকে 15 ভোল্ট
+-5 ভোল্ট
142. লজিক গেইট দিয়ে-
সংকেতকে শক্তিশালী করা হয়
সিদ্ধান্ত গ্রহণ করা হয়
বিভব নিয়ন্ত্রণ করা হয়
বাইনারি অ্যালজেবরার বাস্তব প্রয়োগ করা হয়
143. হাফ অ্যাডার সার্কিট দ্বারা যোগ করা যায়-
একটি বিট
দুটি বিট
চারটি বিট
তিনটি বিট
144. RTL সার্কিট গঠিত হয়-
ডায়োড এবং রেজিস্টার দিয়ে
ট্রানজিস্টর এবং রেজিস্টার দিয়ে
FET এবং রেজিস্টার দিয়ে
MOS ডিভাইস এবং রেজিস্টার দিয়ে
148. CMOS লজিক গঠিত হয়-
n-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
P-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং ক্যাপাসিটার দ্বারা
P-চ্যানেল এবং N-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
150. TTL বর্তনীর অপারেশনের গতি-
DTL বর্তনীর সমান
DTL বর্তনীর চেয়ে কম
DTL বর্তনীর সমান কিংবা বেশি
DTL বর্তনীর চেয়ে বেশি
151. কম্বিনেশনাল বর্তনীতে-
Feedback সংকেত থাকে
নির্গমন সংকেতের মান গ্রহণ সংকেতের মানের সমান
কোনো ইলেকট্রনিক স্মৃতি ব্যবহার করা হয় না
শুধুমাত্র NOR gate থাকে
152. MOS লজিক সার্কিট গঠিত হয়-
শুধুমাত্র MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং রেজিস্টার দ্বারা
MOS ডিভাইস এবং ডায়োড দ্বারা
MOS এবং বাইপোলার ডিভাইস দ্বারা
153. TTL বর্তনী অ্যাকটিভ পুল-আপ বর্তনী হিসেবে ব্যবহার করার উপযোগী হওয়ার কারণ-
Wired AND অপারেশনের জন্য
Bus-operated system-এর জন্য
Wired logic অপারেশনের জন্য
কম শক্তিক্ষয় এবং অপারেশনের গতি বেশি হওয়ার জন্য
154. শিল্পকারখানায় উচ্চ নয়েজযুক্ত পরিবেশে ব্যবহারে বেশি উপযোগী লজিক গোষ্ঠী হলো-
TTL
HTL
MOS
ECL
155. এসি সিগন্যাল কী ধরনের সিগন্যাল?
অ্যানালগ সিগন্যাল
ডিজিটাল সিগন্যাল
কোনোটিই নয়
মডুলেটেড সিগন্যাল
156. বাইপোলার লজিক গোষ্ঠী বলতে বুঝায়-
জংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
P-N জংশন
n-p-n ট্রানজিস্টর
MOSFET'S