EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
201. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
NAND
AND
OR
EX-OR
202. J-K ক্লিপ-ফ্লপ বর্তনীর নির্গমন মুখের অবস্থার পরিবর্তন ঘটে-
যখন J = 0, K = 1 হয়
যখন J = 1, K = 0 হয়
যখন J = 1, K = 1 হয়
যখন J = 0, K = 0 হয়
203. কম ব্যয়বহুল রেজিস্টার কোনটি?
Serial-in serial out
Parallel parallel out
Serial-in parallel out
Serrial-in parallel out
ব্যাখ্যা: যে রেজিস্টরের মাধ্যমে ডাটা সিরিয়াল ইন এবং সিরিয়াল আউট হয়, তাকে Serial In Serial Out (SISO) বলে। তথ্য স্থানান্তরের গতিশীলতা কম এবং সাশ্রয়ী।
204. ফ্লিপ-ফ্লপ একটি-
মনোস্টেব বর্তনী
বাইস্টেবল বর্তনী
অ্যাস্টেবল বর্তনী
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ফ্লিপ-ফ্লপ একটি বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বর্তনী। এটির স্টেবল স্টেট আছে। এটি ইনফরমেশন স্টোর করতে ব্যবহৃত হয়।
205. ডিজিটাল পদ্ধতিতে বাইনারি শব্দ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-
বাইনারি বিট
ডিজিটাল সিগন্যাল
রেজিস্টার
RAM স্মৃতি
ব্যাখ্যা: কতকগুলো ফ্লিপ-ফ্লপ-এর সমন্বয়ে গঠিত এমন একটি ইউনিট যা একত্রিতভাবে একটি ইউনিটের মতো কাজ করে এবং একটি বাইনারি ওয়ার্ডকে ধারণ করতে পারে তাকে রেজিস্টর বলে।
206. কারনু ম্যাপে সর্বোচ্চ চলকের সংখ্যা-
6
4
8
9
ব্যাখ্যা: বিজ্ঞানী মরিস কারনফ (Moris karnough) বুলিয়ান সমীকরণকে সমাধান করার জন্য একটি ম্যাপ পদ্ধতি উদ্ভাবন করেন, এই ম্যাপকে Karnough Map বা K-Map বলে। K- Map কতগুলো বর্গাকৃতি ঘরের সমন্বয়ে তৈরি।
208. সিকুয়েন্সিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
ব্যাখ্যা: যেসব লজিক সার্কিটের আউটপুট এর ইনপুটের তাৎক্ষণিক মান এবং একই সাথে এর পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভর করে তাকে Sequential logic circuit বলে। যেমন- Fiip. Flop, Register, Counter. Flip, Flop-কে মেমরি হিসেবে ব্যবহৃত হয়।
209. কোনটি Non-volatile স্মৃতি?
EPROM
ROM
RAM
EEPROM
ব্যাখ্যা: মেমরি দুই প্রকার। যথা- প্রাইমারি মেমরি (RAM, ROM) সেকেন্ডারি মেমরি (Hard drive, CD) Volatile Memory - RAM Non Volatile Memory - ROM
211. চারটি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত রিপল কাউন্টারের সম্ভাব্য অবস্থা (State) কয়টি?
4
8
10
16
ব্যাখ্যা: চারটি ফ্লিপ-ফ্লপ = 2" = 2 = 16টি স্টেট।
212. ফ্লিপ-ফ্লপ ব্যবহার হয়-
তথ্যের একটি বিট জমা করার জন্য
তথ্যের দুটি বিট জমা করার জন্য
তথ্যের একটি Nibble জমা করার জন্য
তথ্যের একটি বাইট জমা করার জন্য
ব্যাখ্যা: ফ্লিপ-ফ্লপ সচারচর একবিট ডাটা ধরে রাখতে সক্ষম।
215. তথ্য স্থানান্তরের সবচেয়ে গতিশীল রেজিস্টার কোনটি?
প্যারালাল-ইন-সিরিয়াল আউট
প্যারালাল-ইন-প্যারালাল আউট
সিরিয়াল-ইন-প্যারালাল আউট
সিরিয়াল-ইন-সিরিয়াল আউট
ব্যাখ্যা: যে শিফট রেজিস্টরের মাধ্যমে প্যারালাল ইন এবং প্যারালাল আউট হয়, তাকে Parallel in Parallel out (PIPO) বলে। যা তথ্য স্থানান্তর দ্রুত করতে সক্ষম এবং ব্যয়বহুল।
216. প্যারিটি জেনারেটরে চেক করা হয়-
একটি বিট
তিনটি বিট
দুটি বিট
চারটি বিট
ব্যাখ্যা: প্যারিটি জেনারেটর চেক করা হয় ২টি বিটের মাধ্যমে (i) Even Parity, (ii) Odd Parity.
217. পাঁচটি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত রিং কাউন্টারের স্টেট কয়টি?
5টি
10টি
32টি
অসীম
ব্যাখ্যা: প্রথম ক্লক পালস-এ সংরক্ষিত ডাটা 0001 হবে। 2nd clock pulse এ 0010 হবে। 3d clock pulse 0100, এভাবে Shift হতে এ clock-এ পুনরায় 0001-তে ফিরে আসবে।
219. সংরক্ষিত শব্দকে ডানে, বামে ও সমান্তরালভাবে সরানোর জন্য ব্যবহৃত হয়-
রেজিস্টার
বাইনারি বিট
অ্যাকুমুলেটর
ROM স্মৃতি
ব্যাখ্যা: শিফট রেজিস্টার দ্বারা তথ্য বা শব্দকে ডানে, বামে, সমান্ত রালে সরানো হয়।
220. ফ্লিপ-ফ্লপে একই সময়ে কয়টি বিট সংরক্ষণ করতে পারে?
দুটি
একটি
N-সংখ্যক
চারটি
ব্যাখ্যা: Flip-Flop বৈশিষ্ট্য- (1) Flip-Flop সচারচর এক বিট ডাটা (। অথবা ০) ধরে রাখতে সক্ষম। (ii) আউটপুট সেট বা রিসেট হয়। (iii) Flip-Flop-এ দুইটি Complementary output থাকে (Q.Q)