MCQ
281. যখন একটি ইনপুট সিগন্যাল A = 10100 একটি NOT গেটে প্রয়োগ করা হয়, তখন এর আউটপুট সিগন্যাল কত হবে?
01011
01001
10101
00101
282. নিচের কোনটি অ্যানালগ ডাটা?
অন ও অফ অবস্থা
০ ও ১
০ ভোল্ট ও ৫ ভোল্ট
১.৫, ৩.২, ৪ এবং ৫ ভোল্ট
283. LSI এর জন্য নিচের কোন লজিক বেশি ব্যবহার করা হয়?
TTL
HTL
RTL
N MOS
284. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। কাজ করে?
দশমিক
বাইনারি
অকটাল
হেক্সাডেসিমাল
285. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
Outgoing
Freelancher
Freelancing
Offshoring
286. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
287. বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক বা ডিজিট কয়টি?
২
৯
১০
অসংখ্য
288. ২৩ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি?
১১০১১
১০০১১
১০১১১
১০১০১
290. বাইনারি নম্বর পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা কোনটি?
২
১
০.১
০.২
291. ট্রানজিস্টরের কারেন্ট গেইন এর ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য?
α = β/(1 + β)
α = (1 + β)/β
α = γ/(1 + γ)
α = (1 + γ)/Y
292. ডেসিমেল নাম্বার পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা কোনটি?
১০
৯
০.১
০.০১
293. বাইনারি ৮-বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে লিখিত সর্বোচ্চ সংখ্যাটি হলো-
১৬
৩১
৩২
৬৩
294. প্রসেসরে যখন একটি প্রসিডিউর এক্সিকিউট হয় তখন সাধারণত নিম্নের কোনটি ঘটে? 1. Program counter is updated 2. Stack pointer is updated 3. Data cache is flushed to avoid aliasing
1 only
2 only
1 and 2 only
2 and 3 only
295. Inverter হিসেবে কাজ করে কোনটি?
AND
NAND
NOR
NOT
296. Decimal 14-এর বাইনারি কত?
1110
1010
1000
1111
297. ৩-ইনপুট বিশিষ্ট একটি যৌক্তিক NAND গেট-এর একটি ইনপুট ০ হলে আউটপুট হবে-
1
3
কোনোটিই নয়
298. ডাটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক কী?
Mbps
bps
kbps
gbps
299. নিচের কোন গেইটটি ইউনিভার্সাল গেইট হিসাবে পরিচিত?
OR
AND
NOT
NAND
300. ৮৫ সংখ্যাটিকে বাইনারি পদ্ধতিতে কত লেখা যাবে?
(১০১০১০১)২
(১০০১১০১)২
(১১০০১০১)২
(১০০১০১১)২