Image
ণ-ত্ব বিধান MCQ
41. কখন 'ন' হয় না?
ক বর্গের আগে
ত বর্গের আগে
ট বর্গের আগে
ব বর্গের আগে
42. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
মূর্ধন্য
মুর্ধন্য
মূর্ধণ
মুর্ধণ্য
43. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে।
কল্যাণ
নিক্কণ
প্রবণ
বিপণি
44. নিচের কোন বানানে মূর্ধন্য 'ণ' এর ব্যবহার হয়েছে?
মধ্যাহ্ন
বিপন্ন
তৃষ্ণা
রত্ন
45. কোন বানানটি শুদ্ধ?
ব্যাকরন
ব্যাকরণ
ব্যকারণ
ব্যাকারন
46. কোনটি শুদ্ধ বানান?
অন্বেষণ
অন্বেশন
অন্বেষন
অন্বেসণ
47. ণ-ত্ব বিধান কী?
দেশীয় শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
বিদেশি শব্দের অভিজ্ঞতাজাত বিধান
তৎসম শব্দের রীতি
বেদ নির্দেশিত রীতি
48. কোন বানানটি শুদ্ধ?
সম্পুর্ণ
সম্পূর্ণ
সম্পূর্ন
সম্পূর্ন
49. ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য / ণ-ত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
দেশি
তৎসম/সংস্কৃত
বিদেশি
তদ্ভব
50. কোনটি শুদ্ধ বানান?
লুণ্ঠন
কন্টক
দন্ড
স্পন্দন
51. শুদ্ধ বানান কোনটি?
আভ্যন্তরীণ
অভ্যন্তরীণ
অভ্যন্তরীন
অভ্যন্তরিণ
52. কোনটি শুদ্ধ বানান?
বণ্টণ
বণ্টন
বন্টন
বন্টণ