থিউরি অব স্ট্রাকচার MCQ
81. RCC beam stirrup কেনো দেয়া হয়?
Flexural stress নেয়ার জন্য
concrete -কে ধরে রাখার জন্য
shear stress নেয়ার জন্য
শুধুমাএ main reinforcement -কে যথাস্থানে রাখার জন্য
82. Structural design of pavement is based on-
Fatigue Load
Static Load
Maximum Load
Most frequent Load
84. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
85. 50 mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ হবে-
10 MPa
1 MPa
0.1 MPa
0.01 MPa
86. 60 grade steel এর minimum yield strength কত?
72500 psi
55000 psi
60000 psi
40000 psi
87. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
88. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের বীমের সর্বোচ্চ বেডিং মোমেন্ট হয়-
সার্পোট
মাঝখানে
প্রা ন্ত হতে ১/৪ দূরে
প্রান্ত হতে১/৩দূরে
89. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়।
সার্পোটে
মাঝখানে
প্রাপ্ত হতে ১/৪ দূরে
প্রাপ্ত হতে১/৩দূরে
90. Simply aupported reinforced concrete beam main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axix- এর নিচে
Neutral axix
Neutral axix -এর উপরে
উপরের যেকোনো স্থানে
91. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
Ductility
Plasticity
Resilience
Elasticity
92. D পুরুত্ব বিশিষ্ট একটি slap এর main reinforcement এর সর্বোচ্চ spacing -
1d
2d
3d
4d
93. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস
94. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
95. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
96. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
97. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
98. একটি আরসিসি বিমের ন্যূনতম মূল ইস্পাতের পরিমান হবে-
১%
0.00001 fy
200/fy
কোনটি নয়
99. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
PL
PL/4
PL²
PL/2
100. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন