থিউরি অব স্ট্রাকচার MCQ
101. অপটিক্যাল স্কয়ারের দুইটি দর্পনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
40°
50°
60°
90°
102. coulambs law অনুযায়ী মাটির shearing strenght হবে-
c-p tanØ
c-c tan
c + p tan
p + c tan
ব্যাখ্যা: তথ্য: where, c = cohesion, P=normal stress on the plane andØ angle of internal friction.
103. Which of the section modulus for a circular beam section of diameter d? [d ব্যাসের একটি বৃত্তাকার বীম সেকশন মডুলাস কোনটি?
(π×d)/48
(π×d)/35
(π×d)/90
(π×d)/38
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
Duet Admission Question
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2011-2012) সিভিল ডিপার্টমেন্ট
ব্যাখ্যা: (π×d)/38
104. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
WL²/8
WL²/10
WL²/2
WL²/12
ব্যাখ্যা: তথ্য: প্রশ্ন দেখে নিশ্চই ভয় পেয়েছেন। এ গুলোকে বলে গুগলি টাইপের প্রশ্ন। মূল ব্যাপার হলো- দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab কে বলে আংশিক অবিচ্ছিন্ন বীম। যার প্রত্যেক WL span এ সর্ব্বোচ্চ bending moment = হবে WL²/10.
সঠিক উত্তর: B
নোট: দুটি না বলে যদি ৩টি স্প্যান বলতো তবে পুরোপুরি
অবিচ্ছিন্ন বীম হিসাবে সর্ব্বোচ্চ moment WL²/12 হতো।
105. Minimum bending section (under pure bending) is - বেন্ডিং এর ক্ষেত্রে একটি নীরেট আয়তকার বীমের সর্বনিম্ন বেন্ডিং পীড়ন হয়।
½ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের দুই ভাগের এক ভাগ।
1/3 of the maximum bending stress (সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের তিন ভাগের এক ভাগ
¼ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের চার ভাগের এক ভাগ]
Zero (শূন্য)
106. কলামের স্টিল কত?
0.02-0.05
0.01-0.08
0.03-0.09
0.02-0.06
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
Duet Admission Question
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2019-2020) সিভিল ডিপার্টমেন্ট
RCC ডিজাইন
থিউরি অব স্ট্রাকচার
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2013-2014) সিভিল ডিপার্টমেন্ট
ব্যাখ্যা: Ans. (খ) 0.01-0.08
107. . The maximum bending moment of a simply supported beam subjected to uniformly distributed load occurs [সাধারনভাবে স্থাপিত একটি বীম সমভাবে বিস্তৃত লোডের অধীনে এর সর্ব্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে)
at left support
at night support
at mid span
at a quarter section from left support
108. What type of load on a beam indicate the incliened straight line of SFD? [শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনত সরলরেখা বীমের উপর কোন ধরনের লোড প্রকার করে?]
Triangular load
Uniform distributed load
Concentrateed lood
Moment
ব্যাখ্যা: শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরলরেখা বীমের উপর সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে।
∴ সঠিক উত্তর: (গ)
109. Center of buoyanc always [প্লবতার কেন্দ্র সর্বদা-]
Coincides with the centre of gravity
Coincides with centroid of the volume of fluid displaced
Remain above the centre of gravity
Remain below the centre of gravity
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
Duet Admission Question
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2019-2020) সিভিল ডিপার্টমেন্ট
RCC ডিজাইন
স্ট্রাকচারাল মেকানিক্স
ব্যাখ্যা: নোট: প্লবতা কেন্দ্র (center of buoyancy) এর মাঝে centre of gravity অবস্থিত। সঠিক উত্তর: (খ)
110. .The elongation of a rod under Tensile Test indicate _ [ টানশক্তি পরীক্ষায় একটি স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি নির্দেশ করে।
Ultimate strength
Yield strength
Breaking strength
Ductility
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
Duet Admission Question
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2019-2020) সিভিল ডিপার্টমেন্ট
ব্যাখ্যা: তথ্য: প্রসার্য (Ductility) বস্তুর যে ধর্মের জন্য এর উপর টানা বল প্রয়োগ করলে বস্তুটি স্থিতিস্থাপক সীমার মধ্যে না ছিড়ে ক্রমাগত লম্বা হতে থাকে তাকে প্রসার্যতা বলে। এটি M.S Rod এর বিশেষ
বৈশিষ্ট। টানশক্তি পরীক্ষায় স্টলের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে Ultimate strength, Yield strength, ও Breaking strength সম্পর্কযুক্ত নয়।
111. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
112. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
113. A simply supported beam AB of spn L carries two concertrated loads w each at [pomyd L/3 from A and B. What is the sharing force in the middle one thired of the beam?
w/2
2w
w
zero
114. 40 grade reinfocement- এর অর্থ কী?
Ld = 40 inch
fy = 40 ksi
fy = 40 ksi
fs = 40 ksi
Job Preparation
Civil Engineering
Civil Department
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: Answer: (c) fy = 40 ksi
115. The angle between two plane mirrors of an optiocal square is [[অপটিত্যাল স্কোয়ার এর দুটি সমতল আয়নার মাধ্যের কোণের পরিমান]
20°
30°
45°
60°
ব্যাখ্যা: অপটিক্যাল স্কোয়ার: একটি অপটিক্যাল স্কোয়ার হল একটি ছোট পকেট যন্ত্র, যা একটি ঘড়ির চেয়ে কিছুটা বড়। এটি সঠিক কোণ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। 45 ডিগ্রী একে অপরের উপর ভিত্তির উপরে উল্লম্বভাবে স্থাপন করা দুটি আয়না আছে যা অফসেটিং ব্যবহার করা হয়।
116. The minimum percentage of column's main reinforcement is কলামের প্রধান রিইনফোর্সমেন্টের এর সর্বনিম্ন শতকরা পরিমান-
1%
2%
3%
4%
117. Modulus of rigidity is the ratio of-
Normal stress to normal strain
Shear stress to shear strain
Lateral stress to lateral stran
None of above