Image
থিউরি অব স্ট্রাকচার MCQ
101. coulambs law অনুযায়ী মাটির shearing strenght হবে-
c-p tanØ
c-c tan
c + p tan
p + c tan
103. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
104. The angle between two plane mirrors of an optiocal square is [[অপটিত্যাল স্কোয়ার এর দুটি সমতল আয়নার মাধ্যের কোণের পরিমান]
20°
30°
45°
60°
105. What type of load on a beam indicate the incliened straight line of SFD? [শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনত সরলরেখা বীমের উপর কোন ধরনের লোড প্রকার করে?]
Triangular load
Uniform distributed load
Concentrateed lood
Moment
106. The minimum percentage of column's main reinforcement is কলামের প্রধান রিইনফোর্সমেন্টের এর সর্বনিম্ন শতকরা পরিমান-
1%
2%
3%
4%
108. . The maximum bending moment of a simply supported beam subjected to uniformly distributed load occurs [সাধারনভাবে স্থাপিত একটি বীম সমভাবে বিস্তৃত লোডের অধীনে এর সর্ব্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে)
at left support
at night support
at mid span
at a quarter section from left support
109. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
111. .The elongation of a rod under Tensile Test indicate _ [ টানশক্তি পরীক্ষায় একটি স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি নির্দেশ করে।
Ultimate strength
Yield strength
Breaking strength
Ductility
112. Which of the section modulus for a circular beam section of diameter d? [d ব্যাসের একটি বৃত্তাকার বীম সেকশন মডুলাস কোনটি?
(π×d)/48
(π×d)/35
(π×d)/90
(π×d)/38
113. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
WL²/8
WL²/10
WL²/2
WL²/12
114. A simply supported beam AB of spn L carries two concertrated loads w each at [pomyd L/3 from A and B. What is the sharing force in the middle one thired of the beam?
w/2
2w
w
zero
115. Minimum bending section (under pure bending) is - বেন্ডিং এর ক্ষেত্রে একটি নীরেট আয়তকার বীমের সর্বনিম্ন বেন্ডিং পীড়ন হয়।
½ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের দুই ভাগের এক ভাগ।
1/3 of the maximum bending stress (সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের তিন ভাগের এক ভাগ
¼ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের চার ভাগের এক ভাগ]
Zero (শূন্য)
117. Center of buoyanc always [প্লবতার কেন্দ্র সর্বদা-]
Coincides with the centre of gravity
Coincides with centroid of the volume of fluid displaced
Remain above the centre of gravity
Remain below the centre of gravity