দিরুক্ত শব্দ MCQ
1. শব্দদ্বিত্ব কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
2. কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
অনুকার দ্বিত্বে
পুনরাবৃত্ত দ্বিত্বে
ঋনাত্মক দ্বিত্বে
ক ও খ উভয়ই
3. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
তোড়-জোড়
ধন-দৌলত
আমার-ফকির
4. পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কী বলে?
অনুকার দ্বিত্ব
ধ্বন্যাত্মক দ্বিত্ব
পদদ্বিত্ব
পুনরাবৃত্ত দ্বিত্ব
5. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
ঝাঁকে ঝাঁকে
হায় হায়
ঘুম ঘুম
কত কত
6. 'ফিট ফাট' শব্দটি কি দ্বিরুক্তি?
বিপরিতার্থক
সমার্থক
দ্বিরুক্ত শব্দ
ভিন্নার্থক
7. 'নদীর তীরে বালি চিকচিক করছে।' এ বাক্যে চিকচিক?
ক্রিয়া
ভাব বিশেষণ
দ্বিরুক্ত শব্দ
অনুকার অব্যয়
8. 'ডেকে ডেকে হয়রান হয়েছি' এখানে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি কোন অর্থে?
স্বল্পকাল স্থায়ী
অস্থিরতা
দীর্ঘকাল স্থায়ী
পৌনঃপুনিকতা
9. অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে --
শব্দ পরিবর্তন
শব্দদ্বিত্ব
শব্দ গঠন
শব্দ প্রয়োগ
10. কোনটি ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ?
চুপচাপ
সুরে সুরে
চোখে চোখে
ঢং ঢং
11. 'রাশি রাশি' পদের দ্বিরুক্তি তে কোন অর্থ প্রকাশ পায়?
আধিক্য
সামান্য
আতিশয্য
শূণ্য
12. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ভালো-ভালো-আম
বাড়ি-বাড়ি যাব
যে-যে-যাবে
লাল- লাল ফুল
13. নিচের কোন ধ্বনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
খপাখপ
থকথকে
ভট ভট
মজায় মজায়
14. 'সুন্দর সুন্দর ফুল' এখানে 'সুন্দর সুন্দর' দ্বিরুক্তি দ্বারা কি বুঝানো হয়েছে?
আধিক্য
সামান্যতা
তীব্রতা
পৌনঃপুনিকতা
15. নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ?
গরম গরম
মিটির মিটির
চোর চোর
ঢং ঢং
16. কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?
ভারা ভারা
ছম ছম
হাতে নাতে
নেই নেই
17. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
দ্বিরুক্ত শব্দ
18. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঝম্-ঝম
ঠাঠা
19. 'জ্বর' এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
জারি
বিকার
জ্বর
ব্যাধি
20. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
অতিশয্য
আধিক্য
শূন্য