পদ MCQ
21. নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?
আমি বই পড়ছি
সে ঘুমায়
ছেলেরা মাঠে খেলছে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
22. . 'ছি! ছি! তুমি এত খারাপ।' এখানে 'ছি! ছি! কী অর্থ প্রকাশ করেছে?
ভাবের গভীরতা
ভাবের ধারাবাহিকতা
পৌনঃপুনিকতা
অনুভুতি ভাব
23. নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়?
আত্মবাচক
সাপেক্ষবাচক
ব্যতিহারিক
পূরণবাচক
24. বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো-
খুব
আবার
আর
যদি
25. 'তুমি এত নীচ' বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
ঘৃণা
লজ্জা
বিরক্তি
অবজ্ঞা
26. পারস্পারিক সর্বনাম কোনটি?
যেমন-তেমন
নিজে
নিজেরা-নিজেরা
সকলে
27. 'বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর'- এখানে 'ভারি' শব্দটি কি অর্থে-
খুব
গভারহীন
বেশী ওজন
বেশী
28. কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়?
সমুচ্চয়ী
অনন্বয়ী
অনুসর্গ
অনুকার
29. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
শব্দ
ধাতু
শব্দমূল
ক্রিয়া বিভক্তি
30. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ-
সে ঘুমায়
সে লিখছে
সে বই পড়ছে
রিপা হাসছে
31. 'তাকে আসতে বললাম, তবু এলো না'- কীসের উদাহরণ?
অনুসর্গ
আবেগ
নির্দেশক
যোজক
32. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়?
যখন-তখন
অথবা
শন শন
অধিকন্তু
33. 'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি?
করিয়েছিলাম
করেছিলে
করতে
করালাম
34. কোনটি ব্যতিহারিক সর্বনাম?
যার-তার
নিজে-নিজে
আমি-তুমি
এরা-ওরা
35. একটি বাক্য এর সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো--
বিশেষ্য
ক্রিয়া
বিশেষণ
অব্যয়
36. কোন বাক্যে অসমান কর্তা আছে?
সে কেঁদে কেঁদে বলল
বালিকাটি গান করে বলে গেল
সে এলে আমি যাব
সে যেতে যেতে থেমে গেল।
37. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
প্রত্যয়
অনুসর্গ
বিভক্তি
উপসর্গ
38. রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন?
সমুচ্চয়ী
সমুচ্চয়ী বিয়োজক
অনন্বয়ী
সমুচ্চয়ী সংকোচক
39. যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো-
ধীরে চলা
চুপ করা
হেসে ওঠা
কথা বলা
40. 'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'- এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা?
নানী
নাতি
চাঁদ
দেখাচ্ছে