Image
পদ MCQ
41. 'এখন গোল্লায় যাও'- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
ণিজন্ত ক্রিয়া
নামধাতুর ক্রিয়া
42. 'শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে' বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
নিরন্তরতা অর্থ
অভ্যস্ততা অর্থ
কার্য সমাপ্তি
অর্থ অনুমোদন
43. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
সে বই পড়ছে
সে গভীর চিন্তায় মগ্ন
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
সে ঘুমিয়ে আছে
44. 'আমি', 'আমরা' এগুলো কোন সর্বনাম পদ?
অস্তিবাচক
ব্যতিহারিক
ব্যক্তিবাচক
সাকুল্যবাচক
45. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
আমি চোখে দেখি না
আকাশে চাঁদ দেখি না
ছেলেটা কথা শোনে
আমি রাতে ভাত খাব না
46. 'ছেলেটি এমন আঁকাই এঁকেছে।' বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে?
মুখ্যকর্ম
গৌণকর্ম
ধাতুর্থক কর্ম
প্রযোজক কর্ম
47. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁকা'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
অনুকার অব্যয়
অনুসর্গ অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনন্বয়ী অব্যয়
48. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?
স্বয়ং
যে
তাবৎ
কিছু
49. সাইরেন বেজে উঠলো' বাক্যটিতে 'বেজে উঠলো' কী ধরনের ক্রিয়াপদ?
মিশ্র
প্রযোজক
যৌগিক
সমধাতুজ
50. 'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে'-এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
অসমাপিকা
দ্বিকর্মক
সমাপিকা
প্রযোজক
51. 'বেশ এক ঘুম ঘুমিয়েছি'- এ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ?
প্রযোজক ক্রিয়া
যৌগিক ক্রিয়া
অনুক্ত কর্ম
সমধাতুজ কর্ম
52. 'ছেলে তো নয় যেন ননীর পুতুল' এখানে 'যেন'-
অব্যয়
বিশেষণ
বিশেষ্য
সর্বনাম
53. 'মরি। মরি। কী সুন্দর প্রভাতের রূপ'- এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
যন্ত্রণা
সম্মতি
বিরক্তি
উচ্ছ্বাস
54. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
বচনভেদে
অর্থভেদে
প্রয়োগভেদে
বর্ণনাভেদে
55. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?
সে চট্টগ্রাম গিয়েছে
সে পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে
সে খুব আরামে ঘুম ঘুমিয়েছে
সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে
56. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
মাথা ঝিম ঝিম করছে
তোমার পরিশ্রমের ফল ফলেছে
মা শিশুটিকে হাসান
শিশুটি কাঁদে
57. 'এ বয়সে তবু নতুন কিছু তো করো'- এখানে 'তবু' হচ্ছে-
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
অব্যয়
58. . 'এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?'
সর্বনাম স্থানীয়
বিশেষণ স্থানীয়
বিশেষ্য স্থানীয়
ক্রিয়া স্থানীয়
59. 'সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়'- 'উঠলে' কোন ক্রিয়াপদ?
সমাপিকা
প্রযোজক
অসমাপিকা
প্রযোজ্য
60. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি'- এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?
সমাপিকা
প্রযোজক
দ্বিকর্মক
অসমাপিকা