Image
MCQ
21. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
২৭
২৪
২৬
২৫
22. বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে?
২০০৭ সালে
১৯১৬ সালে
১৯০৭ সালে
১৯০৯ সালে
23. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
নিরঞ্জনের রুম্মা
দোহাকোষ
গোপীচন্দ্রের সন্ন্যাস
ময়নামতীর গান
24. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন-
তিব্বত, নেপাল
ভুটান, সিকিম
কাশী, বেনারস
বোম্বে, জয়পুর
25. চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী কে?
জয়দেব
হরপ্রসাদ শাস্ত্রী
ভুসুকুপা
কাহ্নপা
26. হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ' যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
চর্যাপদাবলি
হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
চর্যাচর্যবিনিশ্চয়
চর্যাগীতিকা
27. কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে ?
চর্যাপদ
গীতগোবিন্দ
পদাবলি
চৈতন্যজীবনী
28. 'চর্যাপদ' রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
মধ্যযুগ অতি
আধুনিক যুগ
আদিযুগ
আধুনিক যুগ
29. 'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
বঙ্গীয় সাহিত্য পরিষদ
এশিয়াটিক সোসাইটি
শ্রীরামপুর মিশন
ফোর্ট উইলিয়াম কলেজ
30. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
১৯
২৩
২৫
২৭
31. বাংলা ভাষার প্রথমকাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. হরপ্রসাদ শাস্ত্রী
ড. সুকুমার সেন
32. সবচেয়ে বেশী চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
লুইপা
ভুসুকুপা
শবরপা
কাহ্নপা
33. বাংলা সাহিত্যের আদি কবি কে?
কাহ্নপা
লুইপা
চেগুনপা
ভুসুকুপা
34. চর্যাপদ কোন ছন্দে লেখা?
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মাত্রাবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
35. হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
লুইপা
কাহ্নপা
ঢেগুণপা
ভুসুকুপা
36. বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত 'চর্যাপদ' কে সম্পাদনা করেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. দীনেশচন্দ্র সেন
শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
শ্রী হরলাল রায়
37. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
গোবিন্দদাস
কাহ্নপা
কায়কোবাদ
ভুসুকুপা
38. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ 'চর্যাপদ' এর রচনাকাল ---
সপ্তম থেকে দ্বাদশ শতক
অষ্টম থেকে চতুর্দশ শতক
নবম থেকে চতুর্দশ শতক
দশম থেকে চতুর্দশ শতক
39. চর্যাপদের আদি কবি কে?
কাহ্নপা
লুইপা
চেগুনপা
ভুসুকুপা
40. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন?
চীনের রাজদরবার
নেপালের রাজদরবার
ভারতের গ্রন্থাগার
শ্রীলংকার গ্রন্থাগার