Image
MCQ
41. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
পাল
মোগল
সেন
তুর্কি
42. বাংলা ভাষার বয়স কত?
প্রায় ১০০০ বছর
প্রায় ২৭০০ বছর
প্রায় ২০০০ বছর
প্রায় ২৫০০ বছর
43. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ-
মূর্খদের ভাষা
লেখকদের ভাষা
পণ্ডিতদের ভাষা
জনগণের ভাষা
44. চর্যাপদের অধ্যাড়াভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে-
সমাজচিত্র
ভাষা
জীবনভাবনা
কাব্যিকতা
45. প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী?
লায়লী-মজনু
চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন
পদ্মাবতী
46. 'চর্যাচর্যবিনিশ্চয়' এর অর্থ কী?
কোনটি আচার্যের, আর কোনটি নয়
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
কোনটি চরাচরের, আর কোনটি নয়
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
47. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ/ আদি নিদর্শন কোনটি?
শ্রীকৃষ্ণবিজয়
শূন্যপুরাণ
শ্রীকৃষ্ণকীর্তন
চর্যাপদ
48. কেস্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
তামিল ও দ্রাবিড়
মাগধী ও গৌড়ী
হিত্তিক ও তুখারিক
আর্য ও অনার্য
49. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
সনাতন হিন্দু
জৈন
সহজিয়া বৌদ্ধ
হরিজন
50. বাংলা ভাষার উদ্ভব হয়-
সপ্তম খ্রিষ্টাব্দে
সপ্তম খ্রিষ্ট পূর্বাব্দে
খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকে
খ্রিষ্টীয় দ্বাদশ শতকে
51. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
মহাভারত
রামায়ণ
চর্যাপদ
জঙ্গনামা
52. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কবে?
৯৫০ খ্রিষ্টাব্দ
৭৫০ খ্রিষ্টাব্দ
৬৫০ খ্রিষ্টাব্দ
৮৫০ খ্রিষ্টাব্দ
53. বাংলা ভাষার কালক্রম বিভাজন-
৩টি
২টি
৪টি
৫টি
54. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
55. চর্যাপদ হলো মূলত/ চর্যাপদ এক প্রকার-
গানের সংকলন
কবিতার সংকলন
প্রবন্ধের সংকলন
কোনোটিই নয়
56. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-
মহাভারতে
চর্যাপদে
বৈঞ্চব পদাবলীতে
মঙ্গলকাব্যে
57. কোনটি ভাষাবংশের নাম নয়?
ইন্দো-ইউরোপীয়
দ্রাবিড়ীয়
হিস্পানি
আফ্রিকীয়
58. পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত?
পাঁচ হাজার
এক হাজার
সাড়ে তিন হাজার
আড়াই হাজার
59. বাংলা ভাষার মূল উৎস-
বৈদিক ভাষা
অনার্য ভাষা
হিন্দি ভাষা
কানাডি ভাষা
60. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
আরাকান রাজগ্রন্থাগার থেকে
বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে
নেপালের রাজগ্রন্থশালা থেকে
সুদূর চীন দেশ থেকে