Image
MCQ
1. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?
গ্রাম
সভা
কুল
মঙ্গল
2. ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত হয়-
গণ
পাল
বৃন্দ
রা
3. কোন বহুবচনবাচক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়?
কুল
দাম
গুচ্ছ
বৃন্দ
4. 'হাড়ি হাড়ি সন্দেশ' এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
বিশেষ্য ও বিশেষণ
বিশেষ্য ও বিশেষ্য
বিশেষণ ও ক্রিয়া
বিশেষণ ও বিশেষণ
5. কোন জাতীয় শব্দের বচনভেদ হয়?
সর্বনাম
বিশেষণ
বিশেষ্য
ক ও গ উভয়ই
6. বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি--
কুসুমনিচয়
কুসুমদাম
পুষ্পদাম
তারকাবলি
7. 'বৃক্ষ' শব্দের বহুবচন কী?
বৃক্ষরা
বৃক্ষবর্গ
বৃক্ষগুলো
বৃক্ষসমূহ
8. নিচের কোনটি একবচন?
আমি
মাঝিরা
বইগুলি
কলমগুলো
9. 'কবিতা' শব্দের বহুবচন কোনটি?
কবিতাগুচ্ছ
কবিতারাজি
কবিতামালা
কবিতাসমূহ
10. 'তরঙ্গ' শব্দের বহুবচন কী?
তরঙ্গমালা
তরঙ্গরাশি
তরঙ্গস্বর
তরঙ্গল
11. নিচের কোনটিতে বহুবচনের অপ-প্রয়োগ ঘটেছে?
সমুদয় পরীক্ষার্থীকে অভিনন্দন
ফুলদল দিয়া কাটিয়া কি বিধাতা শাম্মাধলী তরুবরে?
ছেলেরা ফুটবল খেলছে
সকল পণ্ডিতেরা অহংকারী হন না
12. 'হস্তি' শব্দটির পর কোন বহুবচন বোধক শব্দটি বসবে?
যূথ
গণ
মালা
রাজি
13. কোনটি সঠিক নয়?
পণ্ডিতবৃন্দ
সুধীবৃন্দ
শিক্ষকবৃন্দ
মন্ত্রিবর্গ
14. 'হাতি' শব্দটির বহুবচন কোনটি?
হস্তিসকল
হস্তিবর্গ
হস্তিযূথ
হস্তিসব
15. নিচের কোন বহুবচনটি সঠিক?
মনুষ্যসকল
পাখিসব
মনুষ্যসমূহ
ক, খ, গ সবগুলোই
16. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?
গ্রাম
ক্ষেত্র
মহল
দাম
17. কেবল জন্তর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো-
আবুলি
দল
সকল
পাল
18. কোন পদের আগে 'অজস্র' বসালে বহুবচন হয়?
সর্বনাম
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
19. 'পর্বত' শব্দের বহুবচন কোনটি?
পর্বতকুল
পর্বতমালা
পর্বতসমূহ
পর্বতসমেত
20. 'পুষ্প' শব্দের বহুবচন কোনটি?
পুষ্পপাল
পুষ্পবৃন্দ
পুষ্পদাম
পুষ্পবর্গ