Image
বাংলাদেশের খেলাধুলা Questions
81. কখন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?
২৪ নভেম্বর, ২০১২
২৩ নভেম্বর, ২০১২
২৪ নভেম্বর, ২০১১
২৩ নভেম্বর, ২০১১
82. Who captained the Bangladesh Test Cricket Team in their inaugural test cricket match? Or অভিষেক টেস্টে বাংলাদেশে ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?
Naimur Rahman Durjoy
Habibul Bashar
Khaled Masud
Akram Khan
83. কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে মোট কতটি উইকেট সংগ্রহ করেন?
১১ উইকেট
১৩ উইকেট
১০ উইকেট
৯ উইকেট
84. বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
অষ্টম
নবম
দশম
এগারতম
85. Bangladesh played inaugural cricket test match against- Or অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ -
India
Zimbabwe
England
Pakistan
86. বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
২০ জুন, ২০০০
২২ জুন, ২০০০
২৪ জুন, ২০০০
২৬ জুন, ২০০০
87. বাংলাদেশে ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
শফিকুল হক হীরা
আনোয়ারুল কবির শামীম
গাজী আশরাফ লিপু
আমিনুল ইসলাম বুলবুল
88. বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়?
১৯৭২
১৯৭৪
১৯৮০
১৯৭৬
89. বাংলাদেশ কবে আই.সি.সির সহযোগী সদস্যপদ (Associate membership) লাভ করে?
১৯৭৭
১৯৭৫
১৯৭৯
১৯৭২
90. বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন?
মাশরাফি বিন মর্তুজা
শাহাদত হোসেন রাজীব
অলোক কাপালী
সাকিব আল হাসান
91. বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে?
২০১১
২০১৮
২০২১
২০১২
92. বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে?
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৭ সালে
১৯৭৮ সালে
93. বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে—
২৬ জুলাই, ২০০০
১০ নভেম্বর, ২০০০
১০ সেপ্টেম্বর, ২০০০
১০ ডিসেম্বর, ২০০০
94. বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ অভিষেকে ম্যান অব দ্যা ম্যাচ হন—
শচীন টেন্ডুলকার
জাভেদ মিয়ানদান
মোস্তাফিজুর রহমান
রিকি পন্টিং
95. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
সোহাগ গাজী
রুবেল হোসেন
তাইজুল ইসলাম
তাসকিন আহমেদ
96. ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন?
মাহমুদউল্লাহ রিয়াদ
সাকিব আল হাসান
মাশরাফি বিন মর্তুজা
তাইজুল ইসলাম
97. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
আকরাম খান
শফিকুল হক হীরা
আমিনুল ইসলাম বুলবুল
গাজী আশরাফ হোসেন লীপু
98. সম্প্রতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে?
ওয়েস্ট ইন্ডিজ
ভারত
যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়া
99. ক্রিকেটে বাংলাদেশ কোন দেশের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে?
ইংল্যান্ড
পাকিস্তান
ভারত
শ্রীলঙ্কা
100. বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে কত তারিখে?
১ মার্চ, ১৯৯৫
১ আগস্ট, ১৯৯৬
১৫ জানুয়ারি, ১৯৯৭
১৫ জুন, ১৯৯৭