EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে?
১৯৮৪
১৯৯৬
১৯৭২
১৯৭৪
2. বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কে ওয়ানডে ক্রিকেটে পরপর তিনবার 'ম্যান অব দ্যা ম্যাচ' হওয়ার রেকর্ডের অধিকারী?
হাবিবুল বাশার
মাশরাফি বিন মর্তুজা
মোহাম্মদ রফিক
খালেদ মাসুদ পাইলট
3. মার্গারিটা মামুন একজন—
বাংলাদেশি বংশোদ্ভূত রুশ চিত্রশিল্পী
রুশ বংশোদ্ভূত বাংলাদেশি অলিম্পিয়ান
বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট
রুশ বংশোদ্ভূত বাংলাদেশি অভিনেত্রী
4. বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় (ODI) কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়ী হয়েছে?
ভারত
জিম্বাবুয়ে
পাকিস্তান
কেনিয়া
5. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহণ করে?
লস এঞ্জেলস
আটলান্টা
মস্কো
মেক্সিকো সিটি
6. Bangladesh secured her first One Day International series win against-Or বাংলাদেশ প্রথম ওয়ান ডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে?
India
Sri Lanka
West Indies
Zimbabwe
7. কোন বাংলাদেশি প্রথমবারের মতো ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন?
শ্যামলী রায়
মেজবাহ আহমেদ
সিদ্দিকুর রহমান
আব্দুল্লাহ হেল বাকী
8. বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
১৯৮০ সালে
১৯৭৫ সালে
১৯৭২ সালে
১৯৭৪ সালে
9. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কোন বোলার প্রথম ৫ উইকেট লাভ করে?
মুশফিকুর রহমান
মো. রফিক
তাপস বৈশ্য
আফতাব আহমেদ
10. ক্রিকেটে বাংলাদেশের শততম জয়ের দিনে কে সেঞ্চুরি করেন?
মাহমুদুল্লাহ
তামিম ইকবাল
সাকিব আল-হাসান
ইমরুল কায়েস
11. প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল—
২য়
৩য়
৪র্থ
৫ম
12. অষ্টম সাফ গেমসে ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
নেপাল
ভুটান
বাংলাদেশ
মালদ্বীপ
13. বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে—
২৩তম অলিম্পিকে
২১তম অলিম্পিকে
২৬তম অলিম্পিকে
১২তম অলিম্পিকে
14. বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম কবে অংশগ্রহণ করেছিল?
১৯৭২
১৯৭৫
১৯৭৬
১৯৭৮
15. বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জয় করে—
১৭ মে, ১৯৯৮
১৫ জুন, ১৯৯৭
২৫ মে, ১৯৯৮
২০ এপ্রিল, ১৯৯৮
16. কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি শুটারের নাম কি?
আসিক
আশরাফ
আসিফ
ফাতেমা
17. বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মার্গারেট মামুন অলিম্পিকে কোন ইভেন্টে সোনা জয় করেন?
রিদমিক জিমন্যাস্টিক
ফ্লোর এক্সারসাইজ
পোল ভোল্ট
সিংকোনাইজ ডান্সিং
18. BOA শব্দের ইংরেজি নিচের কোনটি সত্য?
Bangladesh Olympic Association
Body-building Organization Association
Badminton Organizing Association
Boxing Old Association
19. কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জিতে?
১৯৯৭
১৯৯৮
১৯৯৬
১৯৯৯
20. ঢাকায় প্রথম কবে সাফ গেমস অনুষ্ঠিত হয়?
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
১৯৮৭ সালে
১৯৮৮ সালে