MCQ
181. মৌর্য বংশের শেষ সম্রাট কে?
বৃহদ্রথ
চন্দ্রগুপ্ত মৌর্য
মহাবীর
অশোক
182. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? / গুপ্ত বংশের প্রথম রাজা কে?
প্রথম চন্দ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্র গুপ্ত
কুমার গুপ্ত
183. বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন কাকে বলা হয়?/ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
অশক
চন্দ্রগুপ্ত
মহাবীর
গৌতম বুদ্ধ
184. অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
মৌর্য
গুপ্ত
পুষ্যভূতি
কুশান
185. চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত -
কৃষিবিদ
অর্থনীতিবিদ
কূটনীতিক
রাজা
186. কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সম্রাট অশোক
সমুদ্রগুপ্ত
ধর্মপাল
187. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? / গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?
কণিষ্ক
অশোক
সমুদ্রগুপ্ত
হর্ষবর্ধন
188. চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
মৌর্য
প্রথম চন্দ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্রগুপ্ত
189. প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল?
হর্ষবর্ধন
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
অশোক
সমুদ্রগুপ্ত
190. কৌটিল্য কার নাম?
প্রাচীন রাজনীতিবিদ
প্রাচীন অর্থশাস্ত্রবিদ
পন্ডিত
রাজ করি
191. লিপ্তি প্রাচীন জনপদ তাম্রলিপ্তি 'তাম্রলিপি' কী? •/ 'তাম্রশাসন' মানে
প্রাচীন জনগণ
প্রাচীন ভাষা
প্রাচীন গ্রন্থ
তামার পাতে খোদাই করা শাসনাদেশ
192. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত?
মৌর্যযুগ
শৃঙ্গযুগ
কুষাণযুগ
গুপ্তযুগ
193. ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়?
মৌর্য যুগের
গুপ্ত যুগের
পাল যুগের
সুঙ্গ যুগের
194. 'অর্থশাস্ত্র' বইটি কে রচনা করেন?
কৌটিল্য
কনফুসিয়াস
ম্যাক্স ওয়েবার
ট্যালকট পারসন্স
195. পাটালিপুত্র রাজধানী ছিল
গুপ্তদের
সেনদের
পালদের
মৌর্যদের
196. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? / মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? / মৌর্য বংশের প্রথম সম্রাট কে?
অশোক মৌর্য
চন্দ্রগুপ্তমৌর্য
সমুদ্র গুপ্ত
কোনটিই না
197. সম্রাট আশোকের রাজত্বকাল ছিল
খ্রিষ্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ
খ্রিষ্টপূর্ব ২৭৬-২৩০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৩২৮-৩০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৩২০ - ৩৪০ খ্রিষ্টাব্দ
198. চরক ছিলেন
গণিতবিদ
জ্যোতির্বিদ
চিকিংসাবিদ
আয়ুর্বেদ শাস্ত্রবিশারদ
199. রাজা কনিষ্ক কোন বংশের শাসক?
গুপ্ত
মৌর্য
কুষাণ
দেব
200. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? / কোন যুদ্ধের কারণে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
হিদাস্পিসের যুদ্ধ
কলিঙ্গের যুদ্ধ
মেবারের যুদ্ধ
পানিপথের যুদ্ধ