Image
Questions
221. প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? / স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? / স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা
ধর্মপাল
লক্ষ্মণ সেন
শশাঙ্ক
ইলিয়াস শাহ
222. প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?/ বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
বগুড়া ও দিনাজপুর অঞ্চল
বৃহত্তম সিলেট অঞ্চল
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
223. গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা ছিলেন
গোপচন্দ্র
শশাঙ্ক
শ্রীচন্দ্র
লড়হচন্দ্র
226. 'মহারাজাধিরাজ' পদবি কারা গ্রহণ করেন?
আকবর, হুমায়ুন ও জাহাঙ্গীর
ধর্মপাল ও গোপাল
গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
ইলিয়াস শাহ, তুগলক ও জালালউদ্দিন
229. একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল
সিনহাবাদ
চন্দ্রদ্বীপ
গৌড়
মাকসুদাবাদ
230. গুপ্ত বংশের শেষ শাসক কে?
বিষ্ণু গুপ্ত / জীবিত গুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্র গুপ্ত
কুমার গুপ্ত
232. প্রাচীন বাংলার কতটি রাজ্য ছিল? / প্রাচীন বাংলায় কতটি স্বাধীন রাজ্য ছিল?
২টি
৩ টি
৪ টি
৫ টি
233. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায়?
উত্তরবঙ্গ
পশ্চিমবঙ্গ
উত্তর পশ্চিমবঙ্গ
দক্ষিণ -পূর্ববঙ্গ
234. প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কী বলা হতো?
বরেন্দ্র
সমতট
হরিকেল
পুন্ড্র
235. বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত?
সিলেট
বরিশাল
খুলনা
রাজশাহী
236. বরেন্দ্রভূমি নামে পরিচিত
সুন্দরবন
মধুপুর ও ভাওয়াল গড়
ময়নামতি ও লালমাই পাহাড়
রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
237. বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানের কোন অঞ্চলকে বুঝায়?
দিনাজপুর
রাজশাহী
পাবনা
বরিশাল
240. ধারণা করা হয়, প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল-
মুর্শিদাবাদ
যশোর
ময়মনসিংহ
চট্টগ্রাম