বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, প্রাচীন জনপদ ও ইতিহাস MCQ
261. ঈসা খাঁর রাজধানী কোথায় অবস্থিত?
গৌড়
লক্ষণাবতী
মহস্থানগড়
সোনারগাঁও
262. কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' নামের উল্লেখ পাওয়া যায়? / কোথায় সর্বপ্রথম 'বঙ্গ' শব্দের উল্লেখ পাওয়া যায়? / সর্বপ্রথম 'বঙ্গ' দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে।
রামচরিত
চন্ডীমঙ্গল
ঐতরেয় আরণ্যক
করতোয়া মাহাত্যম
263. বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈসা খাঁ এর জীবনকাল -
১৫২৯-১৫৯৫
১৫২৯- ১৫৯৬
১৫২৯- ১৫৯৮
১৫২৯-১৫৯৯
264. 'রাজতরঙ্গিনী' ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
হিরোডোটাস
কলহন
আবুল ফজল
জিয়াউদ্দিন
265. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?।
অ্যাল্পাইন
নর্ডিক
মঙ্গোলীয়
আদি-অস্ট্রেলীয় / অস্ট্রিক
266. নিচের কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয়? / বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি নিচের কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?।
তারিখ-ই-হামিদিয়া
আইন-ই-আকবরী
অর্থশাস্ত্র
মহাভারত
267. 'আকবর নামা' গ্রন্থের লেখক কে?
আবুল ফজল
জিয়াউদ্দিন বারানী
আল বেরুনী
মিনহাজ সিরাজ
268. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
আর্য
মোঙ্গল
পুন্ড্র
দ্রাবিড়
269. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
বাঙালি
আর্য
নিষাদ / অস্ট্রিক
আলপাইন
270. 'তবকাত-ই-নাসিরী' গ্রন্থটি রচনা করেন
মিনহাজ-ই-সিরাজ
আবুল ফজল
শাহ-মুহাম্মদ সগীর
মির্জা নাথান
271. প্রাচীন বাংলার পুন্ড্র নামটি ছিল একটি
জনপদের
প্রদেশের
গ্রামের
নগরের
272. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?।
নেগ্রিটো
ভোটচীন
দ্রাবিড়
অস্ট্রিক / নিষাদ
273. গোয়ালদীর মসজিদ অবস্থিত-
ঢাকা
সোনারগাঁও
ফরিদপুর
মাগুরা
274. এগারসিন্ধুর গ্রাম নামকরণের কারণ হলো, পূর্বে সেখানে-
এগারটি দূর্গ ছিল
এগারটি দীঘি ছিল
এগারটি নদীর সংযোগস্থল ছিল
ঈসা খানের ১১ কক্ষ বিশিষ্ট দালান বাড়ি ছিল
275. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ের পত্তন করেছিলেন কে?
শাহজাদা আজম
সুবাদার ইসলাম খান
সম্রাট আকবর
ঈসা খাঁ
276. প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ কী নামে পরিচিত ছিল?
জনপদ
সমতট
বঙ্গ
হরিকেল
277. প্রতাপ আদিত্য কে ছিলেন?
রাজপুত রাজা
বাংলার শাসক
মুঘল সেনাপতি
বারো ভূঁইয়াদের একজন
278. নিচের কে বারো ভূঁইয়াদের একজন ছিলেন?
ঈসা খাঁ
শায়েস্তা খান
মানসিংহ
ইসলাম খান
279. 'আইন-ই-আকবরী' গ্রন্থটির রচয়িতা কে?
ফেরদৌসী
আবুল ফজল
গালিব
কোনটিই নয়
280. 'ঐতরেয় আরণ্যক' ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
ঋগ্বেদ
কলহন
ফেরদৌসী
গালিব