Image
বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, প্রাচীন জনপদ ও ইতিহাস MCQ
121. কার সময়ে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? / কার সময়ে বরেন্দ্র বা সামন্ত বিদ্রোহ হয়েছিল?
বল্লাল সেন
দ্বিতীয় মহীপাল
ধর্মপাল
হেমন্ত সেন
122. পালশ পাল শাসনামলে রচিত একটি কাব্য হলো
গীতগোবিন্দ
মনসামঙ্গল
চন্ডীমঙ্গল
রামচরিত
124. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
আনন্দ বিহার
নালন্দা বিহার
গোসিপো বিহার
সোমপুর বিহার
126. পালযুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা?
কাগজের উপর
টিনের উপর
পাথরের উপর
তালপাতার উপর
127. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম কী?/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
পাল বংশ
গুপ্ত বংশ
সেন বংশ
ভুইয়া বংশ
128. 'অষ্টাসাহত্রিকা প্রজ্ঞাপারমিতা' কী?
হিন্দু ধর্মগ্রন্থ
কালিদাসের কাব্যগ্রন্থ
বৌদ্ধ পুঁথি
জৈন ধর্মগ্রন্থ
130. যে বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন -
আহমদ শাহ আবদালি
নাদির শাহ
দ্বিতীয় শাহ আব্বাস
সুলতান মাহমুদ
131. মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু -
সম্রাট আকবর
সম্রাট শাহজাহান
সম্রাট আওরঙ্গজেব
সম্রাট হুমায়ুন
134. নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে?
মৌর্য বংশ
গুপ্ত বংশ
পাল বংশ
সেন বংশ
135. তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
পাল যুগ
সেন যুগ
গুপ্ত যুগ
কুষাণ যুগ
137. বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? / পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ধর্মপাল
দেবপাল
গোপাল
মহীপাল
139. নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময় -
মুহম্মদ শাহ
বাহাদুর শাহ
ফররুখ শিয়ার
দ্বিতীয় আকবর