Image
বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, প্রাচীন জনপদ ও ইতিহাস MCQ
1. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
১৭৮৩ সালে
১৭৮৮ সালে
১৭৯৩ সালে
১৭৯৮ সালে
2. বাংলার প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন
হাজ্জাজ বিন ইউসুফ
মুহম্মদ বিন কাসিম
মুহম্মদ ঘুরী
বখতিয়ার খলজি
3. উয়ারী বটেশ্বর কী কারণে আলোচিত?
বাণিজ্য কেন্দ্র
প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র
বাণিজ্য সম্পদ প্রাপ্তি
সাহিত্য চর্চা কেন্দ্র
6. প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
ঢাকা ও কুমিল্লা
ময়মনসিংহ ও নেত্রকজোনা
কুমিল্লা ও নোয়াখালী
ময়মনসিংহ ও জামালপুর
7. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? / কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
ফার্ডন্যান্ড ম্যাগেলান
ভাস্কো-দা-গামা
কলম্বাস
ফ্রান্সিস ড্রেক
8. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
গৌড়
পুণ্ড
সমতট
হরিকেল
9. ভাস্কো-দা-গামা ভারতে প্রথম অবতরণ করেন -
কোচিন বন্দরে
চট্টগ্রাম বন্দরে
গোয়া বন্দরে
কালিকট বন্দরে
10. কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়?/ ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয় –
১৪৯৮ সালে
১৪৯২ সালে
১৫১৭ সালে
১৬৪৮ সালে
13. ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা -
আল বুকার্ক
ভাস্কো-দা-গামা
বার্থোলোমিউ দিয়াজ
ফ্রান্সিসকো-ডি-আলসিডা
14. বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-
মোহাম্মদ বরকতুল্লাহ
জি. সি. দেব
আরজ আলী মাতুব্বর
আব্দুল মতীন
16. সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল-
মুর্শিদাবাদ
ঢাকা
গৌড়
জাহঙ্গীর নগর
17. কত সালে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিষ্কার করেন?
১৪৮৭
১৪৯০
১৪৯৮
১৫০২
18. কোন সালে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন?
১২১২
১২০০
১২০৪
১২১১
19. কারা সর্বপ্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন?
পর্তুগিজরা
ব্রিটিশরা
ওলন্দাজরা
ফরাসিরা
20. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
মহাভারত
রামায়ণ
গীতা
বেদ