Image
বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, প্রাচীন জনপদ ও ইতিহাস MCQ
142. কার পৃষ্ঠপোষকতায় 'ফতোয়া-ই-আলমগীরী' রচিত হয়?
সম্রাট আকবর
আবুল ফজল
সম্রাট আওরঙ্গজেব
খাজা আব্দুস সামাদ
143. ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম / ভারতীয় উপমহাদেশের বৃহৎ সাম্রাজ্যের নাম কী?
গুপ্ত সাম্রাজ্য
চন্দ্র সাম্রাজ্য
মৌর্য সাম্রাজ্য
কুষাণ সাম্রাজ্য
144. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন?
ইসলাম খান
ইব্রাহীম খান
শায়েস্তা খান
মীর জুমলা
146. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
ব্রিটিশ আমলে
সুলতানি আমলে
মুঘল আমলে
স্বাধীন নবাবী আমলে
147. মুঘল আমলে সুবা বাংলার রাজধানী -
সোনারগাঁও
মুর্শিদাবাদ
রাজমহল
জাহাঙ্গীরনগর
148. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
শায়েস্তা খান
সুবাদার ইসলাম খান
ইব্রাহিম খান
মীর জুমলা
149. ষোড়শ মহাজনপদের অন্যতম 'বৎস' এর রাজধানী ছিল
কৌশাম্বী
পাটালিপুত্র
কুশিনগর
রাজপুর
150. নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করেছে?
২য়
৩য়
৪র্থ
৫ম
151. গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন।
ফিলিপ
নেপোলিয়ন
আলেকজান্ডার
সিজার
153. ফতোয়া-ই-আলমগীরী কোন মোঘল সম্রাট সম্পর্কীয়?
সম্রাট বাবর
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আওরঙ্গজেব
154. গঙ্গারিডাই বা গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস
হিন্দু ধর্মগ্রন্থ
বৌদ্ধ ধর্মগ্রন্থ
গ্রিক লেখকদের বিবরণ
চৈনিক পরিব্রাজকদের বিবরণ
155. কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?
গৌড় খ. সোনারগাঁও গ. ঢাকা ঘ. হুগলী
সোনারগাঁও
ঢাকা
হুগলী
156. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়?
বখতিয়ার খলজি
মুর্শিদকুলী খাঁ
সম্রাট জাহাঙ্গীর
শেরশাহ
157. মাৎস্যন্যায় নির্দেশ করে
আলেকজান্ডারের আগমন
বখতিয়ারের আগমন
রামপালের আগমন
গোপালের আগমন
158. প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল
খ্রিস্টপূর্ব ৯ম শতক
খ্রিস্টপূর্ব ৮ম শতক
খ্রিস্টপূর্ব ৪র্থ শতক
খ্রিস্টপূর্ব ৫ম শতক
159. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়?
খলজি শাসন আমলে
সেনশাসন আমলে
যুগল শাসন আমলে
পাল তাম শাসন আমলে
160. বাংলাদেশের কোথায় মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে?
মিরসরাই
শৈলকুপা
চাঁপাইনবাবগঞ্জ
নাটেশ্বর