বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের গুরুত্বপূর্ণ তথ্য MCQ
61. কুষ্টিয়ার পূর্বনাম কোনটি?
চব্বিশ পরগণা
নদীয়া
মেদিনীপুর
লক্ষীপুর
62. 'গন্ডোয়ানাল্যান্ড' কোন স্থানের পূর্ব নাম?
দিনাজপুর
কক্সবাজার
বাগেরহাট
নোয়াখালী
63. শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম?
নোয়াখালী
সিলেট
কুমিল্লা
ভোলা
64. বর্তমান ফরিদপুর অঞ্চল মধ্যযুগে কী নামে পরিচিত ছিল?
ইসলামবাদ
ফাতেহাবাদ
মোয়াজ্জেমাবাদ
খলিফাতাবাদ
65. নোয়াখালীর পূর্বনাম কি ছিল?
সুজানগর
নাসিরাবাদ
পূর্বাশা
সুধারাম
66. বাগেরহাটের প্রাচীন নাম কী?
জান্নাতবাগ
খলিফাতাবাদ
গৌড়
লখনৌতি
67. কোন জেলার প্রাচীন নাম পালংকী?
চট্টগ্রাম
খাগড়াছড়ি
কক্সবাজার
রাঙ্গামাটি
68. সিলেটের অপর নাম কী?
হোসনাবাদ
আহমেদাবাদ
ইসলামাবাদ
জালালাবাদ
69. প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম-
মালদ্বীপ
বরিশাল
সন্দ্বীপ
হাতিয়া
70. বরিশালের প্রাচীন নাম—
বাখরগঞ্জ
বাকলা
ভুলুয়া
শাহবাজপুর
Job Preparation
Civil MCQ
সাধারণ জ্ঞান
Himalay Sen Sir
বাংলাদেশ বিষয়াবলী
Engineering classroom
বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের গুরুত্বপূর্ণ তথ্য
ব্যাখ্যা: বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। এছাড়া এ স্থানের নাম বাকলা বা ইসলামপুরও ছিল। ফরিদপুরের প্রাচীন নাম ফতেহবাদ। প্রাকৃতিক কারণে বরিশাল অঞ্চল চন্দ্রকলার মতো হ্রাস - বৃদ্ধি ঘটত অথবা চাঁদের মতো আকৃতি ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ
71. কোনটি বরিশালের পূর্বনাম নয়?
বাকলা
ইসমাইলপুর
চন্দ্রদ্বীপ
সুধারাম