Image
MCQ
1. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল-
তিনবার
চারবার
দুইবার
একবার
2. সিলেট জেলায় 'বেঙ্গলি' কাদের বলা হয়?
সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী
সিলেটের আদি হাওর অঞ্চলের মানুষ
সিলেটের আদি জনগোষ্ঠী
সিলেটের স্থায়ী জনগোষ্ঠী
5. বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে—
Permanent Council of Arbitration
Permanent Court of Arbitration
International Court of Arbitration
Permanent Court of Sea Arbitration
7. ময়মনসিংহ বিভাগের আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
ময়মনসিংহ
ভালুকা
নেত্রকোণা
শেরপুর
8. Which is the smallest district in Rajshahi Division? /রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
Joypurhat
Naogaon
Chapainnowabgonj
Natore
12. সমুদ্রসীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি—
১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
৫০ হাজার বর্গকিলোমিটার জলসীমা
১২ হাজার বর্গকিলোমিটার জলসীমা
কোনোটিই নয়
14. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার মীমাংসা হয়েছে কোন আদালতে?
স্থায়ী সালিশি আদালত
বিশেষ সালিশি আদালত
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জতিক ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক বিচার আদালত
15. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার বিরোধ (Maritime dispute) নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতের রায় হয় কোন তারিখে?
৭ জুলাই,২০১৪
১৭ জুলাই, ২০১৩
১০ জুন, ২০১৪
২৭ জুলাই, ২০১২
16. সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (International Tribunal for the Law of the sea) নিম্নের কোন দেশে অবস্থিত?
হেগ, নেদারল্যান্ডস
জেনেভা, সুইজারল্যান্ড
মাদ্রিদ, স্পেন
হামবুর্গ, জার্মানি
17. নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করছে?
৫ম
২য়
৪র্থ
৩য়