MCQ
21. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
৩৩০০ কিলোমিটার
৩৫৩৭ কিলোমিটার
৩৭১৫ কিলোমিটার
৩৯৩৫ কিলোমিটার
22. বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার?
২৯৮০
৪৪২৭
৮২৫০
৩২২০
23. ২০০ নটিক্যাল মাইল উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা (Exclusive Economic Zone - EEZ) কত?
২৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২২৫ নটিক্যাল মাইল
২১২ নটিক্যাল মাইল
24. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কর্ত কি.মি. জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে—
১৯৪৬৭ বর্গকিমি.
২১২৫০ বর্গকিমি,
১৮৯০০ বর্গকিমি,
১৯৭০০ বর্গকিমি
25. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত?
৫৫০০ মাইল
৪৪২৪ মাইল
৩২২০ মাইল
২৯২৮ মাইল
26. বাংলাদেশের টেরিটোরিয়াল (রাজনৈতিক) সমুদ্রসীমা কত?
২২ নটিক্যাল মাইল
২২০ নটিক্যাল মাইল
২১২ নটিক্যাল মাইল
১২ নটিক্যাল মাইল
27. বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা?
ঢাকা বিশ্ববিদ্যালয়
মহাকাশ গবেষণা সংস্থা
বাংলাদেশ নৌ-বাহিনী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
28. বাংলাদেশের সমুদ্রকূলের দৈর্ঘ্য কত?
৭১৫ কি.মি.
৭২৪ কি.মি.
৭৮০ কি.মি
৮৬৫ কি.মি.
29. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
৪৫০ মাইল
৪৪৫ মাইল
৪৬০ মাইল
৪৩৫ মাইল
30. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য—
৪৭১৯ কিমি
৫০৪০ কিমি
৪৮০৫ কিমি
৪৫০০ কিমি
31. যে দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ভারত ও ভুটান
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
ভারত ও মিয়ানমার
32. বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার?
১,১৫,৭৮২
১,১৮,৮১৩
১,২০,৫২২
১,৫৭,২২০
33. বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
Permanent Court of Justice
International Tribunal for the Law of the Sea
International Court of Justice
Permanent Court of Arbitration
34. বাংলাদেশ ও মিয়ানমার এর মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়-
১৫ জুন, ২০০৯
১৪ মার্চ, ২০১২
১৮ এপ্রিল, ২০১২
২০ মে, ২০১০
35. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
১টি
২টি
৩টি
৪টি
36. বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
৬৫০ কিলোমিটার
৮০০ কিলোমিটার
৬০০ কিলোমিটার
৭১১ কিলোমিটার
37. Which of the following Indian states has a boundary with Myanmar and Bangladesh?
Manipur
Mizoram
Tripura
Nagaland
38. বাংলাদেশে-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় প্রদানকারী আদালতের নাম কী?
UNCLOS
ITLOS
ICJ
CLCS
39. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৫১৩৮ কি.মি
৪৩৭১ কি.মি.
৪১৫৬ কি.মি
৩৯৭৮ কি.মি.
40. সাম্প্রতিক বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয়?
ভারত ও পাকিস্তান
মায়ানমার ও নেপাল
ভারত ও মায়ানমার
ভারত ও নেপাল