MCQ
961. সোমপুর বিহার কোন জনপদে অবস্থিত?
বঙ্গ
সমতট
বরেন্দ্র
পুন্ড্র
962. সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত?
সোমপুর বিহার, নওগাঁ
পুঠিয়া, রাজশাহী
ময়নামতি বিহার, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
963. বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয়/ বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
আইনমন্ত্রী
অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
জাতীয় সংসদ
964. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত 'সোমপুর বিহার' এর প্রতিষ্ঠাতা কে?
রামপাল
ধর্মপাল
চন্দ্রগুপ্ত
আদিশূর
965. বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? / মৌলিক অধিকার লঙ্ঘন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ধারায় মামলা করার ক্ষমতা দেওয়া আছে? / কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
৭
১১
১০১
৩১
966. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত 'সোমপুর বিহার' কোন রাজবংশের আমলে প্রতিষ্ঠিত?
পাল রাজবংশ
মৌর্য রাজবংশ
গুপ্ত রাজবংশ
সেন রাজবংশ
967. বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুন অর রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে ---
মহাস্থানগড়
উয়ারী-বটেশ্বর
পাহাড়পুর
ভারত ভায়না
968. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
রামপাল
ধর্মপাল
চন্দ্রগুপ্ত
আদিশূর
969. পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত?
বিরল, দিনাজপুর
আক্কেলপুর, জয়পুরহাট
পাহাড়পুর, নওগাঁ
মহাস্থানগড়, বগুড়া
970. জরুরি অবস্থার সময় সংবিধানের কোন কোন অনুচ্ছেদ স্থগিত হয়?
৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪১, ৪২
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪২
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪২
971. সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো ঘোষিত 'বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য' এর তালিকাভুক্ত হয়?
১৯৮২ সাল
১৯৮৫ সাল
১৯৯০ সাল
১৯৯৫ সাল
972. ময়নামতির পূর্বনাম কী?
লালমাই
রোহিতগিরি
বড় কামতা
কোনোটিই নয়
973. কোন প্রত্নস্থান থেকে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য পাওয়া যায়?
ময়নামতি
উয়ারী-বটেশ্বর
মহাস্থানগড়
পাহাড়পুর
974. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
এডমাউন্ড এস.ফিলিপস
এনড্রো জেড ফায়ার
জন সি মেথার গোমেজ
বুকানন হ্যামিল্টন
975. পাহাড়পুর প্রত্নস্থল কোন জনপদে অবস্থিত?
বঙ্গ
সমতট
বরেন্দ্র
পুন্ড্র
976. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায়?
১০০
১০১
১০২
১০৩
977. বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিদ্যমান রয়েছে -
ওয়ারী-বটেশ্বর
পাহাড়পুর
সিলেট
বাগেরহাট
978. জনস্বার্থে রিট মামলার আবেদন কোথায় করা হয়?
হাইকোর্ট বিভাগে
আপিল বিভাগে
মানবাধিকার কমিশনে
আইন মন্ত্রণালয়ে
979. সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে?
হাইকোর্ট
সুপ্রিম কোর্ট
জজ কোর্ট
আপিল বিভাগ
980. প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান-
ময়নামতি, কুমিল্লা
কালুরঘাট, চট্টগ্রাম
উত্তম, রংপুর
সুন্দরবন, খুলনা