Image
MCQ
1081. রাষ্ট্রপতির দায়মুক্তি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে?
৪৮
৫১
৬৭
১২৮
1082. বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়োগ দান করেন
রাষ্ট্রপতি
জাতীয় সংসদ
সুপ্রিম কোর্ট
সরকারি দল
1083. বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন?
এক-তৃতীয়াংশ
দুই-তৃতীয়াংশ
তিন-চতুর্থাংশ
কোনোটিই নয়
1084. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
1085. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে?
৮০
৯৩
১৪২
১৫০
1086. বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন?
২৫(১) ধারা
৫০ ধারা
৫০(১) ধারা
৫৬ (২)
1087. কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন?
জনগণ
জাতীয় সংসদ
রাষ্ট্রপতি
মন্ত্রিসভা
1088. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব?
৫১ অনুচ্ছেদ
৫২ অনুচ্ছেদ
৫৩ অনুচ্ছেদ
৫৪ অনুচ্ছেদ
1089. বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?
২৩ নভেম্বর, ১৯৭৪
২২ ডিসেম্বর, ১৯৭২
১২ জুন, ১৯৭৩
৪ জুলাই, ১৯৭৪
1090. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
জরুরি অবস্থা ঘোষণা
মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
1091. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
1092. সংবিধানের কততম সংশোধনীতে যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়? / কোন সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হয়?
প্রথম
চতুর্দশ
তৃতীয়
পঞ্চদশ
1093. কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
সেনাপ্রধান
1094. সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করার জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না?
এক-তৃতীয়াংশ
দুই-তৃতীয়াংশ
তিন-চতুর্থাংশ
এক-পঞ্চমাংশ
1095. 'প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে --- নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে' সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ মতে শূন্যস্থানে কী বসবে?
এই আইন অনুযায়ী রাষ্ট্রের
এই আইন অনুযায়ী প্রজাতন্ত্রের
এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের
এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের
1096. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
১৪
১৫
১৬
১৭
1097. ইমপিচযেন্ট দ্বারা কাকে অতিশংসন করা হয়?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
প্রধান বিচারপতি
1098. জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধীতে
চতুর্থ সংশোধনীতে
1099. বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে?
সুপ্রিম কোর্ট
জাতীয় সংসদ
প্রধানমন্ত্রী
স্পিকার
1100. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
রাষ্ট্রপ্রতি
মন্ত্রী
সচিব
প্রধানমন্ত্রী