MCQ
1261. বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে--
Permanent Council of Arbitration
Permanent Court of Arbitration
International Court of Arbitration
Permanent Court of sea arbitration
1262. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত রায় হয়?
৭ জুলাই, ২০১৪
৭ জুন, ২০১৪
৭ মে, ২০১৪
৭ আগস্ট, ২০১৪
1263. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের 'সাগরকন্যা' বলা হয়?
সেন্টমার্টিন
কুয়াকাটা
পতেঙ্গা
কক্সবাজার
1264. কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
১২ কিলোমিটার
১৪ কিলোমিটার
১৮ কিলোমিটার
২৪ কিলোমিটার
1265. বাংলাদেশের সাথে ফোন দেশের সমুদ্রসীমা বিদ্যমান রয়েছে?
মিয়ানমার
থাইল্যান্ড
নেপাল
দক্ষিণ কোরিয়া
1266. বাংলাদেশ এবং জরতের মধ্যে সমূদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
স্থায়ী সালিশি আদালত
বিশেষ সালিশি আদালত
আন্তর্জাতিক বিচার আদালত
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জতিক ট্রাইবুনাল
1267. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় কত কি.মি. জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
১৯৪৬৭ বর্গ কি.মি.
২১২৫০ বর্গ কি.মি.
১৮৯০০ বর্গ কি.মি.
১৮৯৩৫ বর্গ কি.মি.
1268. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়---
১৫ জুন, ২০০৯
১৪ মার্চ, ২০১২
১৮ এপ্রিল, ২০১২
২০ মে, ২০১০
1269. কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?
সেন্টমার্টিন
কুয়াকাটা
পতেঙ্গা
কক্সবাজার
1270. কোন আদালতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার মীমাংসা হয়েছে?
স্থায়ী সালিশি আদালত
বিশেষ সালিশি আদালত
আন্তর্জাতিক বিচার আদালত
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জতিক ট্রাইবুনাল
1271. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
চট্টগ্রাম
বরিশাল
ফেনী
1272. পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন কর্পোরেশন কোথায় হলিডে হাউস নামে অত্যাধুনিক হোটেল নির্মাণ করে?
দক্ষিণ তালপট্টি
হিরণ পয়েন্ট
মনপুরা দ্বীপ
কুয়াকাটা
1273. এক্সক্লুসিভ টুরিষ্ট জোন বা বিশেষ পর্যটক অঞ্চল হিসাবে কোন স্থানকে গড়ে তোলা হবে?
কক্সবাজার
চট্টগ্রাম
কুয়াকাটা
সুন্দরবন
1274. পারকী সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
চট্টগ্রাম
কক্সবাজার
বরগুনা
পটুয়াখালী
1275. পর্যটন কর্পোরেশন কোথায় হলিডে হাউস নামে অত্যাধুনিক হোটেল নির্মাণ করে?
দক্ষিণ তালপট্টি
হিরণ পয়েন্ট
মনপুরা দ্বীপ
কুয়াকাটা
1276. বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থার নাম কী?
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি
1277. 'সাগর কন্যা' কোন এলাকার ভৌগোলিক নাম?
সেন্টমার্টিন
পতেঙ্গা
কক্সবাজার
পটুয়াখালী
1278. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত-
নোয়াখালীর ছাগলনাইয়া
চট্টগ্রামের বাঁশখালি
খুলনার মংলা
পটুয়াখালীর কুয়াকাটা
1279. ভূপৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম কী?
হাইড্রোলজি
মিনারলজি
মেটিওরোলজি
ইকোলজি
1280. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত।
পটুয়াখালী
ভোলা
পিরোজপুর
ঝালকাঠি