Image
MCQ
1241. কোন নৃ-গোষ্ঠীর লোকজন 'সাংগ্রাই' বা 'জল উৎসব' পালন করে?
রাখাইন ও মারমারা
গারো ও চাকমারা
মারমা ও গারোরা
চাকমা ও রাখাইনরা
1242. বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি?
ইঙ্গবনী
ফাগুয়া
বিজু
সাংগ্রাই
1243. গারো উপজাতি কোন জেলায় বাস করে?
সিলেট
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
টাঙ্গাইল
1244. কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
মারমা
খাসিয়া
সাঁওতাল
গারো
1245. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?
সাঁওতাল
চাকমা
মারমা / মগ
রাখাইন
1246. মারমা উপজাতির পারিবারিক কাঠামো—
মাতৃতান্ত্রিক
ভ্রাতৃতান্ত্রিক
পিতৃতান্ত্রিক
ভগ্নিতান্ত্রিক
1247. বাংলাদেশ এবং মিয়নেমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
Permanent Court of Justice
International Court of Justice
Permanent Court of Arbitration
International Tribunal for the Law of the Sea
1249. প্রথম আলো দৈনিক পত্রিকার মূল কার্টুনশিল্পী কে?
আলোকেশ ঘোষ
মামুনুর রশিদ
শিশির ভট্টাচার্য
হাশেম খান
1250. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
সাঁওতাল
চাকমা
মারমা / মগ
রাখাইন
1251. মারমা বা মগরা বাংলাদেশের কোথায় বাস করে?
বান্দরবান
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
ময়মনসিংহ
1252. মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?
চিম্বুক পাহাড়
লালমাই পাহাড়
গারো পাহাড়
কুলাউড়া পাহাড়
1253. মারমা বা মগদের ধর্মীয় ভাষা কোনটি?
সাদ্রি
মুন্ডা
পালি
বাগদি
1254. চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি?
বিজু
ওয়াংগালা
সান্দ্রে
সাংগ্রাই
1255. চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী?
হিন্দু প্রকৃতি
পূজারী
বৌদ্ধ ধর্ম
খ্রিস্টান
1256. গারো উপজাতি প্রধানত কোন অঞ্চলের বাসিন্দা?
সিলেট
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
টাঙ্গাইল
1257. ফাল্গুনী পূর্নিমা কাদের ধর্মীয় উৎসব?
চাকমাদের
হিন্দুদের
খ্রিস্টানদের
বৌদ্ধদের
1258. বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় প্রদানকারী আদালতের নাম কী?
UNCLOS
ITLOS
CLCS
ICJ
1259. কোন দেশে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত অবস্থিত?
হামবুর্গ, জার্মানি
মাদ্রিদ, স্পেন হে
গ নেদারল্যান্ডস
জেনেভা, সুইজারল্যান্ড
1260. কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক?
ত্রিপুরা
মনিপুরী
সাঁওতাল
চাকমা