Image
MCQ
1301. বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্নার নাম কী?
সীতাকুন্ড ঝর্না
হিমছড়ি ঝর্না
ময়ামায়া বর্ণা
ফয়েস ঝর্ণা
1302. 'হিমছড়ি' ঝর্ণা কোথায় অবস্থিত?
কক্সবাজার
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
কাপ্তাই
1303. বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি গোষ্ঠী কোনটি?
গারো
চাকমা
মারমা
মুরং
1304. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের নিজস্ব বর্নমালা ও ভাষা আছে?
চাকমা
রাখাইন
মণিপুরী
সাঁওতাল
1305. বাংলাদেশের একমাত্র শীতল পানির বর্ণা 'হিমছড়ি' ঝর্ণা কোথায় অবস্থিত?
কক্সবাজার
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
কাপ্তাই
1306. বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
গারো
চাকমা
মারমা
মুরং
1307. চট্টগ্রামের সীতাকুন্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে—
সবিরাম প্রস্রবণ
অবিরাম প্রস্রবণ
উষ্ণ প্রস্রবণ
গেইসার
1309. মুহুরির চর কোথায় অবস্থিত?
লালমনিরহাট
ফেনী
নোয়াখালি
খুলনা
1310. ২০১০ সালের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী বাংলাদেশের কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
৪ টি
৫ টি
৬ টি
৭ টি
1311. বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী---
গারো
চাকমা
মারমা
মুরং
1312. নিম্নলিখিত কোন পদটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে?
আদিবাসী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
উপজাতি
পাহাড়ি
1313. বাংলাদেশের একমাত্র গরম পানি বা উষ্ণ জলের ঝর্ণা কোথায় অবস্থিত?
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মিঠাপুকুর, রংপুর
সীতাকুন্ড, চট্টগ্রাম
শৈলপ্রপাত, বান্দরবান
1314. পূর্বাশা বা নিউমুর দ্বীপ কোন জেলায় অবস্থিত?
সাতক্ষীরায়
নোয়াখালী
ফেনী
কক্সবাজারে
1315. বাংলাদেশের 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাদুঘর' কোন জেলায় অবস্থিত?
নেত্রকোনা
রাঙামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
1316. কোন জেলায় সবচেয়ে কম উপজাতি বাস করে?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
লালমনিরহাট
1317. কোন জেলায় সবচেয়ে বেশি উপজাতি বাস করে?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
1318. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-
রাঙ্গামাটি জেলায়
খাগড়াছড়ি জেলায়
বান্দরবান জেলায়
সিলেট জেলায়
1319. পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বাস করে?
১১
১২
১৩
১৫
1320. বাংলাদেশের যে নদীতে চরের সংখ্যা বেশি ---
পদ্মা
মেঘনা
তিস্তা
যমুনা