Image
MCQ
1401. বাংলাদেশের বাস নেই এমন উপজাতির নাম --
সাঁওতাল
মাওরি
মুরং/মো
গারো
1402. কোনটি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয়?
খাসিয়া
বম
ঘুমি
চাক
1403. বাংলাদেশে বসবাস নেই কোন নৃ-গোষ্ঠীর?
খিয়াং
মো/মুরং
চাক
মুর
1404. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়--
গারো
মণিপুরি
রোহিঙ্গা
সাঁওতাল
1405. উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন?
মানবেন্দ্র নারায়ন লারমা
রাজা দেবাশীষ রায়
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা/সন্ত লারমা
মনি স্বপন দেওয়ান
1406. জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া
বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে
1407. পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন কে?
মানবেন্দ্র নারায়ন লারমা
রাজা দেবাশীষ রায়
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা/সন্ত লারমা
মনি স্বপন দেওয়ান
1408. বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়—
২৬ জুলাই, ১৯৭২
২৬ জুলাই, ১৯৭৩ ২
৬ জুলাই, ১৯৭৪
২৬ জুলাই, ১৯৭৫
1409. জুম বলতে কী বোঝায়?
এক ধরনের চাষাবাদ
এক ধরনের ফুল
গুচ্ছগ্রাম পাহাড়ি
জনগোষ্ঠীর নাম
1410. বাংলাদেশের যে ক্ষুদ্র জতিসত্তা সিলেটে বাস করে না-
খাসিয়া
পাত্র
মণিপুরী
তঞ্চঙ্গ্যা
1411. কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়?
আইনু
ম্রো
হাজং
তঞ্চঙ্গ্যা
1413. ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আমাদের প্রধান স্মরণীয় ঘটনা কী?
মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ
যমুনা সেতু উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
কুয়ালালামপুরে কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত কর
1414. কঠিন চীবর দান অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়--
বাংলাদেশের উত্তরাঞ্চলে
ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
1415. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?
২ ডিসেম্বর, ১৯৯৭
১৬ ডিসেম্বর, ১৯৯৭
২৫ ডিসেম্বর, ১৯৯৭
১২ নভেম্বর, ১৯৯৭
1416. পার্বত্য চট্টগ্রামে উপজাতি জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কী বলা হয়?
কুর
জুম
ঝুম
কুম
1417. পার্বত্য চট্টগ্রামে বিষ্ণু উৎসবটি কখন পালিত হয়?
বৌদ্ধ পূর্ণিমাতে
পহেলা ফাল্গুনে
পহেলা বৈশাখে
ফসল কাটার সময়
1418. বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়--
২ ডিসেম্বর, ১৯৯৭
১৬ ডিসেম্বর, ১৯৯৭
২৫ ডিসেম্বর, ১৯৯৭
১২ নভেম্বর, ১৯৯৭
1419. জুম চাষ হয় / বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
বরিশালে
ময়মনসিংহে
দিনাজপুরে
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে
1420. বাংলাদেশে বসবাস করে না---
মণিপুরী
রাজবংশী
জারোয়া
শবর