Image
MCQ
1641. পদ্মা নদীর উৎপত্তি---
হিমালয় পর্বতে
লুসাই পাহাড়ে
বাদনাতলী পর্বতে
হিমালয়ের মানস সরোবরে
1642. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ?
শীতলক্ষ্যা
বুড়িগঙ্গা
ধরলা
বংশী
1643. বাংলাদেশের নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?
মেঘনা
যমুনা
ব্রহ্মপুত্র
পদ্মা
1644. বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
বগুড়া
গোপালগঞ্জ
কুড়িগ্রাম
ফরিদপুর
1645. কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে—
জামালপুর
কুড়িগ্রাম
দেওয়ানগঞ্জ
সিরাজগঞ্জ
1646. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
বঙ্গোপসাগর
ব্রহ্মপুত্র
পদ্মা
মেঘনা
1647. কোনটি নদ?/ নিচের কোনটি নদী নয়?
মেঘনা
তিস্তা
ব্রহ্মপুত্র
যমুনা
1648. কোন নদ বা নদীটি ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত—
পুরাতন ব্রহ্মপুত্র
সুরমা
তিস্তা
যমুনা
1649. গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে?
গোমতি
সুরমা
বুড়িগঙ্গা
পদ্মা
1650. কোনটি নদ নয়?/কোনটি নদী?
কপোতাক্ষ
ব্রহ্মহ্মপুত্র
সিন্ধু
মেঘনা
1651. ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?
পদ্মা
যমুনা
সুরমা
মেঘনা
1652. বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
রাজশাহী
পাবনা
বগুড়া
সিরাজগঞ্জ
1653. গঙ্গা নদী যা পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে—
খুলনা
রজশাহী
কুষ্টিয়া
দিনাজপুর
1654. কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
যমুনা
ব্রহ্মপুত্র
পদ্মা
মেঘনা
1655. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ----
পদ্মা নদী হতে
ব্রহ্মপুত্র নদ হতে
যমুনা নদী হতে
মেঘনা নদী হতে
1656. প্রায় সাড়ে তেরো কোটি বছর আগেও বাংলাদেশে কোন নদী প্রবাহমান ছিল?
সুরমা
লুসাই
ব্রহ্মপুত্র
তিস্তা
1657. পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত?
সিরাজগঞ্জ
মানিকগঞ্জ
ময়মনসিংহ
জামালপুর
1658. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী?
পদ্মা
বুড়িগঙ্গা
যমুনা
মেঘনা
1659. কোনটি নদ? / নিচের কোনটি নদী নয়?
পদ্মা
মেঘনা
যমুনা
ব্রহ্মপুত্র
1660. যমুনার উপনদী কোনটি?
তিস্তা
ধলেশ্বরী
শীতলক্ষ্যা
খোয়াই