বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2781. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের গ্রামের নাম কি?
পাথরঘাট
বাগচা পাড়া
সালামতপুর
মহেসখালি
2782. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন?
১০
১১
৪
৮
2783. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন?
২ নং
৪ নং
৭ নং
৮ নং
2784. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মস্থান কোথায় ?
ঢাকা
গাজীপুর
ব্রাহ্মণবাড়িয়া
কিশোরগঞ্জ
2785. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
করাচি, পাকিস্তান
কলম্বো, শ্রীলংকা
পেশোয়ার, পাকিস্তান
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান,
2786. নিচের কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয়? / বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি নিচের কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?।
তারিখ-ই-হামিদিয়া
আইন-ই-আকবরী
অর্থশাস্ত্র
মহাভারত
2787. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে?
চরফ্যাশন, ভোলা
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
বিক্রমপুর, মুন্সিগঞ্জ
মুকসুদপুর, গোপালগঞ্জ
2788. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহিদ হোন কে?
মহিউদ্দিন জাহাঙ্গীর
হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর
মোস্তফা কামাল (দ্বিতীয় শহিদ)
2789. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বাড়ি কোন জেলায়?
যশোর
ঢাকা
ফরিদপুর
নড়াইল
2790. 'আইন-ই-আকবরী' গ্রন্থটির রচয়িতা কে?
ফেরদৌসী
আবুল ফজল
গালিব
কোনটিই নয়
2791. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল?
মোস্তফা কামাল
মতিউর রহমান
মুন্সী আব্দুর
হামিদুর রহমান
2792. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়?
ভারত
পাকিস্তান
মিয়ানমার
শ্রীলংকা
2793. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
সিলেট
ঢাকা
রংপুর
ভোলা
2794. বীরশ্রেষ্ঠ ফ্লাইট মোঃ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়?
২৪ জুন, ২০০৬
২৫ জুন, ২০০৬
২৩ জুন, ২০০৬
২৬ ডিসেম্বর, ১৯৭২
2795. মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কী?
অস্তিত্বে আমার দেশ
ওরা এগারো জন
জন্মভূমি
আলোর মিছিল
2796. শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান একজন---
বীর প্রতীক
বীরশ্রেষ্ঠ
বীর বিক্রম
বীর উত্তম
2797. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহিদ হোন কে?
মহিউদ্দিন জাহাঙ্গীর
হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর
মোস্তফা কামাল (দ্বিতীয় শহিদ)
2798. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল কোথায়?
নানিয়ারচর, রাঙামাটি
লাকসাম, কুমিল্লা
বদলগাছী, নওগাঁ
টেকনাফ, কক্সবাজার।
2799. মুন্সী আব্দুর রউফের পদবি কী ছিল?
ক্যাপ্টেন
লেফটেন্যান্ট
ল্যান্স নায়েক
সিপাহি
2800. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পৈত্রিক নিবাস কোথায়?
ঢাকা
গাজীপুর
ব্রাহ্মণবাড়িয়া
নরসিংদী