EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
21. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মির্মিত হলে ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?
১৫০০ মে. ও.
১৯০০ মে. ও.
২০০০ মে. ও.
২৪০০ মে. ও.
ব্যাখ্যা: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট হতে মোট ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
22. বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
23. বাংলা সন প্রবর্তন করেন-
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট বাবর
শের শাহ
ব্যাখ্যা: তথ্য: ইতিহাস অনুসারে বাংলা সনের প্রবর্তনের সময় ধরা হয় ১৫৫৬ সাল থেকে, প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। প্রকৃতপক্ষে বাদশাহ আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য তাঁর সভাসদ জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ শিরাজীর সহযোগিতায় ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ বা ১১ মার্চ থেকে তারিখ এ এলাহি নামে নতুন এ বছর গণনা পদ্ধতি চালু করেন।
24. নিপোর্ট কী ধরণের গবেষণা প্রতিষ্ঠান?
জনসংখ্যা গবেষণা
নদী গবেষণা
মিঠাপানি গবেষণা
বন্দর গবেষণা
25. বাংলাদেশে বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
আনন্দ শিপইয়ার্ড লি:
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি:
খুলনা শিপইয়ার্ড
কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড লিমিটে
26. একনেক (ECNEC) এর প্রধান কে?
প্রধানমন্ত্রী
অর্থমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী
পরিকল্পনামন্ত্রী
27. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স কত?
১৮
১৯
২০
২১
28. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে বাংলাদেশের কোন চুক্তি ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয়?
বেক্সিমকো
স্কয়ার
ইনসেপ্টা
একমি
29. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
২৯(২)
২৮(২)
৩৯(১)
৩৯(২)
30. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
আইনমন্ত্রী
আইন সচিব
এ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
31. বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়?
২ টাকা
১০ টাকা
৫০ টাকা
১০০ টাকা
32. বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
হাসেম খান
এ কে এম আব্দুর রউফ
আবুল বারক আলভী
সমরজিৎ রায় চৌধুরী
33. মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের দায়িত্বে কে ছিলেন?
তাজউদ্দিন আহমেদ
সৈয়দ নজরুল ইসলাম
এম. মনসুর আলী
এ. এইচ. এম. কামরুজ্জামান
34. বাংলার প্রাচীন বাংলার জনপদ কোনটি?
পুণ্ড্র
তাম্রলিপ্ত
গৌড়
হরিকেল
35. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
আনিসুল হক
সাঈদ খোকন
সাদেক হোসেন খোকা
মোহাম্মদ হানিফ
ব্যাখ্যা: জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
36. প্রতিনিধিত্ব মূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বোঝায়?
ক্যাবিনেট
বিরোধী দল
সুশীল সমাজ
লোকপ্রশাসন
37. ‘তথ্য অধিকার আইন’ কোন সালে চালু হয়?
২০০২
২০০৬
২০০৯
২০১১
38. ‘বলাকা’ কোন ফসলের এটি প্রকার?
ধান
গম
পাট
টমেটো
39. ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-
জেরেমি চুয়া
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
রাজীব মহাজন
আজমেরী হক বাঁধন
40. নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
হিন্দুধর্ম
বৌদ্ধধর্ম
খ্রিষ্টধর্ম
ইহুদীধর্ম