Image
বাংলাদেশ বিষয়ে MCQ Questions
21. প্রতিনিধিত্ব মূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বোঝায়?
ক্যাবিনেট
বিরোধী দল
সুশীল সমাজ
লোকপ্রশাসন
22. নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
হিন্দুধর্ম
বৌদ্ধধর্ম
খ্রিষ্টধর্ম
ইহুদীধর্ম
23. বাংলাদেশে বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
আনন্দ শিপইয়ার্ড লি:
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি:
খুলনা শিপইয়ার্ড
কোনোটিই নয়
24. বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
মোস্তফা কামাল
রফিকুন্নবী
জয়নুল আবেদিন
কামরুল হাসান
25. বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
১২ অক্টোবর, ১৯৭২
২৬ মার্চ ১৯৭৩
১৬ ডিসেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭৩
26. একনেক (ECNEC) এর প্রধান কে?
প্রধানমন্ত্রী
অর্থমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী
পরিকল্পনামন্ত্রী
27. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
ভারত
মায়ানমার
ভুটান
রাশিয়া
28. বাংলা সন প্রবর্তন করেন-
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট বাবর
শের শাহ
29. ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৬ দফা
১১ দফা
৪ দফা
৭ দফা
30. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে বাংলাদেশের কোন চুক্তি ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয়?
বেক্সিমকো
স্কয়ার
ইনসেপ্টা
একমি
31. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
আইনমন্ত্রী
আইন সচিব
এ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
32. কোন ইউরোপিয়ান দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় --
ভারত
জার্মানি
রাশিয়া
নেপাল
33. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মির্মিত হলে ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?
১৫০০ মে. ও.
১৯০০ মে. ও.
২০০০ মে. ও.
২৪০০ মে. ও.
34. ‘বলাকা’ কোন ফসলের এটি প্রকার?
ধান
গম
পাট
টমেটো
35. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
২৯(২)
২৮(২)
৩৯(১)
৩৯(২)
36. বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
হাসেম খান
এ কে এম আব্দুর রউফ
আবুল বারক আলভী
সমরজিৎ রায় চৌধুরী
37. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স কত?
১৮
১৯
২০
২১
38. বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
39. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
আনিসুল হক
সাঈদ খোকন
সাদেক হোসেন খোকা
মোহাম্মদ হানিফ
40. আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়?
৩৫ জন
৫৪ জন
৮৪ জন
২৪ জন