Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
1821. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়?
তিতাস
করতোয়া
ইছামতি
হালদা
1822. তিস্তা নদীর উৎপত্তিস্থল---
হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ
তিব্বতের মানস সরোবর
সিকিমের পার্বত্য অঞ্চল
খাগড়াছড়ির বাদনাতলী পর্বত
1823. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
কর্ণফুলী
করতোয়া
মনু
সাঙ্গু
1824. যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে –
কর্ণফুলী
সাঙ্গু
মাতামুহুরী
নাফ
1825. নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
নাফ
কর্ণফুলী
হাড়িয়াভাঙ্গা
হালদা
1826. হালদা নদী কী জন্য বিখ্যাত--
খরস্রোত নদী
বন্দর
মৎস্য প্রজনন
প্রচুর ইলিশ
1827. নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
মাতামুহুরী
কর্ণফুলী
করতোয়া
হালদা
1828. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সন্দ্বীপ
1829. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?
গোমতী
মহানন্দা
হালদা
কর্ণফুলী
1830. নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়---
নাফ
কর্ণফুলী
হাড়িয়াভাঙ্গা
হালদা
1831. হালদা নদী অবস্থিত---
খাগড়াছড়ি
বান্দরবান
সন্দ্বীপ
রাঙ্গামাটি
1832. তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?
মেঘনা
যমুনা
কর্ণফুলী
পদ্মা
1833. যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে--
গোমতী
মহানন্দা
হালদা
কর্ণফুলী
1834. 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' কোনটি?
হালদা
হাইল হাওড়
চলনবিল
হাকালুকি
1836. নাফ নদী বাংলাদেশের কোন সীমান্ত বরাবর প্রবাহিত?
ভারত
নেপাল
মিয়ানমার
থাইল্যান্ড
1837. এশিয়া তথা বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
হালদা
হাইল হাওড়
চলনবিল
হাকালুকি
1838. হালদা নদীর উৎপত্তি স্থল---
রাঙ্গামাটির শুভলং
কাপ্তাই হ্রদ
কর্ণফুলী
খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ
1839. বাংলাদেশের অভ্যন্তরের উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?
গোমতী
মহানন্দা
হালদা
কর্ণফুলী
1840. মাতামুহুরী নদী নিম্নের কোথায় হতে উৎপন্ন হয়েছে?
আসামের লুসাই পর্বত
সিকিমের পর্বত থেকে
লামার মইভার
খাগড়াছরির বদনাতলী