বাংলা ভাষারীতি MCQ
41. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
কথ্য ভাষা
আঞ্চলিক ভাষা
সাধু ভাষা
চলিত ভাষা
42. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক
ড. সুকুমার সেন
43. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় ---
চলিত ভাষারীতিতে
সাধু ভাষারীতিতে
আঞ্চলিক উপভাষায়
প্রমিত রীতি
44. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
নাটকের সংলাপে
গানের কলিতে
কবিতার পঙ্ক্তিতে
গল্পের বর্ণনায়
45. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
একটি
তিনটি
দুইটি
চারটি
46. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি উপভাষার নাম কি?
বাঙ্গালি
বরেন্দ্রি
পূর্বি
কামরূপি
47. নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?
সাধু
আঞ্চলিক
চলিত
মিশ্র
48. বাংলা সাধু ভাষা বলতে বোঝায়-
সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা
তৎসম শব্দবহুল ভাষা রীতি
কবিতা রচনার ভাষা
প্রবন্ধ রচনার ভাষা
49. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
বাবা
শিক্ষক
আত্মীয় স্বজন
মা
50. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়?
প্রতি ভাষা
উপভাষা
উপজাতীয় ভাষা
আঞ্চলিক ভাষা
51. পূর্বেই' শব্দটির চলিত রূপ কোনটি?
পূর্বে
পূব
পূর্ব
আগেই
52. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
কথ্য ভাষা
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
53. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
কথ্য রীতি
চলিত রীতি
সাধু রীতি
আঞ্চলিক রীতি
54. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ
ক্রিয়া ও সর্বনাম
55. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
সাধুভাষা
উপভাষা
চলিত ভাষা
আঞ্চলিক ভাষা
56. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
গুরুচণ্ডাল
অবোধ্য
গুরুগম্ভীর
দুর্বোধ্য
57. 'তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
চলিত রীতি
মিশ্র রীতি
সাধু রীতি
আঞ্চলিক রীতি
58. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
বিশেষণ ও ক্রিয়া
ক্রিয়া ও সর্বনাম
বিশেষ্য ও বিশেষণ
বিশেষ্য ও ক্রিয়া
59. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
দেশি
তৎসম
বিদেশি
তদ্ভব
60. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
শব্দের কথ্য ও লেখ্য রূপে
বাক্যের সরলতা ও জটিলতায়