বাংলা ভাষারীতি MCQ
61. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
আভিজাত্যপূর্ণ
পদবিন্যাস সুনির্দিষ্ট
কাঠামো অপরিবর্তিত
কৃত্রিমতা বর্জিত
62. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহার করা হয়?
কথ্য রীতি
আঞ্চলিক রীতি
সাধু রীতি
চলিত রীতি
63. উপভাষা কোনটি?
সাহিত্যের ভাষা
পাঠ্যপুস্তকের ভাষা
অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
লেখ্য ভাষা
64. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
বুদ্ধদেব বসু
65. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
গাম্ভীর্য ব্যাকরণ
অনুসরণ করে চলে
তৎসম শব্দের বহুল ব্যবহার
প্রমিত উচ্চারণ
66. 'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
রাজা মনিমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাজা রামমোহন রায়
অক্ষয় কুমার দত্ত
67. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি / বাংলা ভাষার রীতি কয়টি রূপ?
২
৩
৪
৬
68. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
আঞ্চলিক
উপভাষা
লেখ্য
কথ্য
69. বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কী কী?
লেখ্য ও আঞ্চলিক
আঞ্চলিক ও সর্বজনীন
কথ্য ও আঞ্চলিক
মৌখিক ও লৈখিক
70. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
চলিত রীতি
কথ্য রীতি
লেখ্য রীতি
সাধু রীতি
71. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?
চলিত ভাষা
সাধু ভাষা
উপভাষা
মিশ্র ভাষা
72. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
সাধু রীতি
চলিত রীতি
কথ্য রীতি
লেখ্য রীতি
73. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
আভিজাত্যের অধিকারী
পরিবর্তনশীল
গুরুগম্ভীর
অপরিবর্তনীয়
74. ভাষার মৌলিক রীতি কোনটি?
বক্তৃতার রীতি
লেখার রীতি
কথা বলার রীতি
লেখার ও বলার রীতি