Image
বাক্য Questions
61. 'লোকটি ধনী, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য?
জটিল
সরল
যৌগিক
মিশ্র
62. 'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ-
তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
অচিরেই তাদের ভুল ভাঙে
তাদের ভুলটা দেরিতে ভাঙে
63. 'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য?
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
সাধারণ বাক্য
সরল বাক্য
64. 'প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে'। বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি?
প্রিয়ংবদা যথার্থ কহে নাই
প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
কোনোটিই নয়
65. 'তাঁর বুদ্ধি হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
66. 'সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে।' কোন ধরনের বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
67. নিচের কোনটি নেতিবাচক বাক্য?
হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল
হৈম তাহার অর্থ বুঝিল না
হৈম কি তাহার অর্থ বুঝিল না
হৈম তাহার অর্থ বুঝিল!
68. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
69. 'তিনি সৎ, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
বিস্ময়বোধক বাক্য
70. 'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে' বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
71. 'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে' এটি কোন ধরনের বাক্য?
সংযুক্ত বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
72. সে আদা-কাঁচকলা খেয়ে 'কাজটি শেষ করার জন্য নেমেছে।' বাক্যটি কী হারিয়েছে?
আকাঙ্ক্ষা
যোগ্যতা
আসত্তি
পদক্রম
73. 'যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে'-
নির্দেশক বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
74. 'ভাল ফলের চেষ্টা কর'। এটি কোন ধরনের বাক্য?
ইচ্ছাবোধক
বিস্ময়বোধক
নির্দেশাত্মক
অনুজ্ঞাবাচক
75. 'গাড়িঘোড়া চড়লে লেখাপড়া কর'। এই সরল বাক্যটির যৌগিকরূপ কোনটি?
লেখাপড়া কর, তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া কর, গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া করে যেই, গাড়িঘোড়া চড়ে সেই
গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
76. 'বল বীর বল উন্নত মম শির।' বাক্যটি কী?
ইচ্ছাসূচক
প্রশ্নসূচক
আদেশসূচক
বিস্ময়বোধক
77. 'তাঁর চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
78. 'যেমন কাজ করবে, তেমন ফল পাবে।' বাক্যটির সরল রূপ কোনটি?
কাজ অনুযায়ী ফল পাবে
কাজের উপর ফল নির্ভর করে
ফলেই কর্মের পরিচয়
যেমন কর্ম তেমন ফল
79. 'সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।' কোন শ্রেণির বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
80. 'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।' কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
খণ্ডবাক্য