Image
বিপরীতার্থক শব্দ Questions
21. 'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
বিনয়ী
মুখর
সম্মতি
চুপচাপ
22. 'প্রাচীন' এর বিপরীত শব্দ কী?
প্রবীণ
নবীন
অর্বাচীন
নতুন
23. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?
মৃদু-সৌম্য
উন্মীলন-নিমীলন
অনৈক্য-বিভেদ
অনাবৃত-উন্মুক্ত
24. ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
পার্থিব-ইহলৌকিক
জঙ্গম-সন্ন্যাসী
নিরক্ষর-স্বাক্ষর
অনুরাগ-বিরাগ
25. নিচের কোন বিপরীত শব্দগুচ্ছ সঠিক নয়?
উৎকৃষ্ট-অপকৃষ্ট
উত্তল-অবতল
অর্বাচীন-প্রাচীন
আগ্রহ-নিগ্রহ
26. 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
27. . 'তস্কর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সাধু
লস্কর
নিরীহ
নির্লোভ
28. 'সচেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
দুশ্চেষ্ট
দুর্ভাগ্য
নিশ্চেষ্ট
দুর্লভ
29. 'সংশয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
অলস
নিশ্চয়
কর্মঠ
দহন
30. 'হিত' শব্দের বিপরীত শব্দ-
বিহিত
অহিত
সুহৃদ
বিপরীত
31. সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
অবিনশ্বর-শ্বাশ্বত
কুশ্রী-বিশ্রী
প্রাচ্য-পাশ্চাত্য
হর্ষ-আনন্দ
32. 'দরদি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
নিরীহ
অদরদি
উদ্ধত
নির্দয়
33. . 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
34. 'যাযাবর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সর্বজনীন
সার্বিক
স্থির
স্থায়ী
35. বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
অমৃত-গরল
তস্কর-সাধু
কৃশ-স্কুল
অর্বাচীন-আধুনিক
36. 'বন্ধন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
মুক্ত
ছিন্ন
মুক্তি
আসক্তি
37. 'গ্রহণ' এর বিপরীতার্থক শব্দ কী?
বর্জন
পরিহার
অগ্রাহ্য
প্রদান
38. 'খুশি' শব্দের বিপরীত শব্দ কী?
সকাল
অখুশি
উঠে
ভান্ডার
39. 'সৃষ্টি-প্রলয়' বিপরীতার্থক শব্দজোড়টি তৈরি হয়েছে-
নতুন শব্দ যোগে
পৃথক শব্দ যোগে
বিদেশি শব্দ যোগে
অর্থ আংশিক পাল্টে
40. 'অম্ল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
মধুর
মিষ্টি
বনাল
লোনা