Image
বিপরীতার্থক শব্দ MCQ
61. 'সৌম্য' এর বিপরীত শব্দ কী?
অসুন্দর
কুৎসিত
কাপুরুষ
কোনোটিই নয়
62. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
গরল
কুটিল
জটিল
বক্র
63. 'বিদিত' শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক:১৫]
অজ্ঞাত
গৃহীত
বিদীর্ণ
বিসর্জন
64. 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার। ১৭/
ত্যক্ত
গ্রাহ্য
দৃঢ়
গূঢ়
65. . 'হৃদ্য' শব্দের বিপরীত শব্দ-
ঘৃণা
অহৃদ্য
বিরক্ত
অবহেলা
66. 'সৌম্য' এর বিপরীত শব্দ-
উগ্র
শান্ত
কঠিন
উদ্ধত
67. 'বিজেতা' এর বিপরীত শব্দ কোনটি? পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার/অফিসার। ১৬/ ক)
বিজ্ঞ
বিজন
বিজিত
বাহ্য
68. নিচের কোন বিপরীতার্থক শব্দজোড় অশুদ্ধ?
শুষ্ক-রুক্ষ
স্বতন্ত্র-পরতন্ত্র
সুবহ-দুর্বহ
ক্রয়-বিক্রয়
69. 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভর
প্রত্যয়
বিস্ময়
দ্বিধা
70. . 'শোক' শব্দের বিপরীত শব্দ- (১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন। ১৪)
দুঃখ
হর্ষ
অনুতাপ
ব্যথা
71. 'শান্ত' এর বিপরীত শব্দ-
স্থির
অনবরত
গতিশীল
অনন্ত
72. নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়?
ঊর্ধ-অধ
আকাশ-পাতাল
সম্মুখে-পেছনে
ভিতর-বাহির
73. 'সুরভী' এর বিপরীতার্থক শব্দ-
কৃষ
শুভ্র
পুতি
সুশীল
74. 'স্থাবর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
জঙ্গণ
স্থাবরহীন
জঙ্গম
স্থাবরবিহীন
75. 'মুখ্য' এর বিপরীত শব্দ কোনটি?
প্রধান
গৌণ
সূক্ষ্ম
গুণ্য
76. 'শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
দিবস
কুটিল
কুৎসিত
সৌম্য
77. . কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
অনুলোম-প্রতিলোম
নশ্বর-শাশ্বত
গরিষ্ঠ-লঘিষ্ঠ
হৃষ্ট-পুষ্ট
78. 'বঙ্কিম' এর বিপরীত শব্দ- সোনালী ব্যাংক সিনিয়র অফিসার। ১৪)
রক্তিম
ক্লেদাক্ত
বাঁকা
79. 'মনীষা' শব্দের বিপরীত অর্থ-
নির্বোধ
প্রভা
মনস্বিতা
স্থিরতা
80. 'ভূত' এর বিপরীত শব্দ কোনটি?
দৈত্য
জীন
নির্ভীক
ভবিষ্যৎ