Image
বিপরীতার্থক শব্দ MCQ
101. কোনটি 'গুপ্ত' এর বিপরীত শব্দ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৮/
প্রকাশ
উন্মীলিত
অব্যক্ত
ব্যক্ত
102. 'গৃহী' শব্দের বিপরীত শব্দ- ৩৩তম বিসিএস)
সংসারী
সঞ্চয়ী
সংস্থিতি
সন্ন্যাসী
103. 'ক্ষীয়মান' এর বিপরীতার্থক শব্দ- ২৫তম বিসিএিস]
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্ধমান
বৃদ্ধিপ্রাপ্ত
104. 'ক্ষতি' এর বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি)। ১৬/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক। ১২।
অনুকূল
ব্যবসা
সামান্য
ফায়দা
105. 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ- পুবালী ব্যাংকের সহকারী অফিসার: ১৯।
নিম্নকর্ষ
অপকর্ষ
উৎসর্গ
নিকর্ষ
106. 'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯/১২তম বেসরকারী শিক্ষক নিবন্ধন:
বন্ধু
সম্পদ
মহাজন
জমি
107. 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ৪২তম বিসিএস) ঈদৃশ মাঙ্গলিক পারত্রিক আকস্মিক
আবশ্যক
আবশ্যকীয়
আবশ্যিক
পারত্রিক
108. 'কৃতঘ্ন' এর বিপরীত শব্দ কোনটি? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১২।
অকৃতজ্ঞ
কৃতজ্ঞ
উপকারী
ক্ষতিকর
109. 'ঊষর' শব্দের বিপরীতার্থক শব্দ- (পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার: ১২)
অনুর্বর
উর্বর
ধূসর
শস্যশ্যামল
110. 'ঔদার্য' শব্দের বিপরীতার্থক শব্দ- কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন অফিসার: ১১/
মান
পতন
বিনয়
কার্পণ্য
111. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
112. 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ১২]
ঊর্ধ্বটান
প্রশান্ত
উঁচুনিচু
উত্তাল
113. 'ঔদ্ধত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ১৯ / জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৬/
সরল
বিনয়
মহানুভব
জ্ঞানী
114. 'খিড়কি' এর বিপরীত শব্দ কী? ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন)। ১৩/
বাতায়ন
গুপ্ত পথ
চিলেকোঠা
ঘসিংহদ্বার
115. 'কোমল' শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর: ০২/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯০।
গুরু
উদ্ধত
কঠিন
দুরন্ত
116. 'গৌরব' এর বিপরীত শব্দ কী? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ০৭।
অপমান
লজ্জা
অমর্যাদা
অহঙ্কার
117. 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ৪২তম বিসিএস)
ঈদৃশ
পারত্রিক
মাঙ্গলিক
আকস্মিক
118. 'ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ভূমি মন্ত্রণালয়ের হিসাব নিয়ন্ত্রক: ২৩/ সোনালী ও জনতা ব্যাংকের অফিসার (আইটি): ২০১
সরল
বঙ্কিম
বেঁটে
ভঙ্গুর
119. 'কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২।
সাধু
স্থূল
মসৃন
হ্রস্ব
120. 'কুটিল' এর বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩)
অকুটিল
বাঁকা
সরল
হালকা