Image
বিভিন্ন দেশের সংবাদপত্র,গোয়েন্দা সংস্থা ও সংগঠন MCQ
1. মালদ্বীপের নিজস্ব কোন---
সেনাবাহিনী নেই
পুলিশ বাহিনী নেই
উভয়ই সত্য
কোনোটিই সত্য নয়
2. ওয়াল স্ট্রীট জার্নাল কি?
নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক
লন্ডনভিত্তিক অর্থনৈতিক গষেণা পত্রিকা
রাস্তা সংক্রান্ত খবর ছাপে এমন জার্নাল
একটি বিখ্যাত দেয়াল পত্রিকা
8. ইন্টারফ্যাক্স হল-
চীনের একটি বার্তা সংস্থা
রাশিয়ার একটি বার্তা সংস্থা
কোরিয়ার একটি বার্তা সংস্থা
জাপানের একটি বার্তা সংস্থা
10. 'আনতারা' কি?
একটি কাব্যগ্রন্থ
তুরস্কের দৈনিক পত্রিকা
মিশরের একটি সংগঠন
ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা
13. 'বার্নামা' কোন দেশের সংবাদ সংস্থা?
ইন্দোনেশিয়া
ব্রুনাই দারুস-সালাম
মালয়েশিয়া
সিঙ্গাপুর
15. বিদ্রোহী তাইগ্রেয়ান বাহিনী কোন দেশের?
সোমালিয়া
ইথিওপিয়া
সুদান
ঘানা
16. 'টুপাক আমারু' কি?
একটি দর্শনীয় স্থান
পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
একজন বিখ্যাত পন্ডিত
একটি ফলের নাম
17. লন্ডনের 'Fleet Street' কিসের জন্য সমধিক পরিচিত?
ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহ অবস্থিত বলে
মাদাম তুসোর Wax মিউজিয়াম সেখানে অবস্থিত বলে
এ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সেখানে অবস্থিত বলে
ব্রিটিশ পার্লামেন্ট ভবন সেখানে অবস্থিত বলে
19. যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক-
তুরস্ক
সুইডেন
সুইজারল্যান্ড
ইসরায়েল