Image
বিভিন্ন দেশের সংবাদপত্র,গোয়েন্দা সংস্থা ও সংগঠন MCQ
81. গুপ্তচর মাতা হারি কোন দেশের লোক ছিলেন?
জাপান
ইন্দোনেশিয়া
হল্যান্ড
থাইল্যান্ড
83. প্রাক্তন সিআইএ এজেন্ট অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার যে গোপন কর্মসূচির কথা ফাঁস করে দেন-
প্রিজম
ফেসবুক
রেইনবো
উইকিলিকস
90. মুসলিম কয়েদিরা ইরাকের যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয়, তার নাম—
Abu Obaida
Abu Ghraib
Abu Ghalib
Abu Nazaf
92. ফেয়ার ফ্যাক্স হলো-
ফ্যাক্সের প্রেরকযন্ত্রের অতি আধুনিক সংস্করণ
ইতালির একটি বার্তা সংস্থা
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা
মার্কিন প্রেসিডেন্ট ব্যবহৃত একটি অতি গোপন সংকেত
94. আবু গারিব হচ্ছে-- --
একজন বিজ্ঞানী
একজন বিখ্যাত দার্শনিক
একটি জাদুঘর
একটি জেলখানা
95. 'সুবিক বে' কোথায় অবস্থিত?
ক্যারিবীয় অঞ্চলে
মধ্য-প্রাচ্যে
দক্ষিণ-পূর্ব এশিয়ায়
মধ্য ইউরোপে
96. কোন গুপ্তচর আরব বিশ্বে মুসলমানদের সমূহ সর্বনাশ করেছে?
মার্থা ম্যাকিনা
রিচার্ড ব্যাটম্যান
হামফ্রে
গ্রীম
99. ব্ল‍্যাক ওয়াটার একটি-
বিষাক্ত দ্রবণ
নিরাপত্তা সংস্থার নাম
চুক্তি
গোয়েন্দা সংস্থার নাম