MCQ
101. IGBT-এর পূর্ণ অর্থ অর্থ নিচের কোনটি?
Integrated Gate Bipotar Transistor
Insulated Gate Bipolar Thyristor
Insulated Gate Bipolar Transistor
Integrated Gate Bipolar Thyristor
102. টানেল ডায়োডের ডিপ্লিশন লেয়ারের দূরত্ব-
0.1µm
0.1mm
0.01µm
0.01mm
103. নিচের কোন ডিভাইসের সাহায্যে বিভিন্ন ফিজিক্যাল সিগন্যাল বা এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা হয়?
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
ট্রান্সফর্মার
অসিলেটর
104. সাধারণ ডায়োডের তুলনায় টানেল ডায়োডে ডোপিং করা হয়-
১০ গুণ
১০০ গুণ
১০০০ গুণ
১০০০০ গুণ
105. IPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Instant Power Supply
Integrated Power Supply
Improved Power Supply
Isolated Power Supply
106. ডিসি পাওয়ারকে চাহিদানুযায়ী ভোল্টেজ ও ফ্রিকুয়েন্সিতে রূপান্তর ও প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করা কোন ডিভাইসের কাজ?
রেকটিফায়ার
ইনভার্টার
কনভার্টার
অ্যামপ্লিফায়ার
107. এই প্রতীকটি নিচের কোন ডায়োডের?
স্কটকি ডায়োড
জেনার ডায়োড
ফটোডায়োড
টানেল ডায়োড
108. রিকম্বিনেশন প্রক্রিয়ায় চার্জ ক্যারিয়ার-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
কোনো প্রতিক্রিয়া হয় না
অনাবিকৃত
109. আলফা কণার অর্ধায় কত?
458 বছর
459 বছর
460 বছর
468 বছর
110. UPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Universal power supply
Uninterruptible power supply
Unipolar power supply
None of them
111. লিকেজ কারেন্ট নির্ভর করে-
তাপমাত্রা
রিভার্স ভোল্টেজ
ডোপিং-এর পরিমাণ
সবগুলো
112. আলোর তীব্রতা বাড়লে সেমিকন্ডাক্টরের রোধ হ্রাস পায়। এটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হবে?
ফটোভোল্টাইক সেল
ফটোকন্ডাকটিভ সেল
ফটোট্রানজিস্টর
ফটোরেজিস্টর
113. উচ্চগতির সুইচিং সার্কিট হিসাবে ব্যবহার করা হয়-
জেনার ডায়োড
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
114. রেকর্ডিং কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
115. ইলেকট্রনিক ড্রাইভ সিস্টেমের টার্ম নিচের কোনটি?
স্পিড রেগুলেশন
জগিং কন্ট্রোল
টর্ক লিমিট
উপরের সবগুলো
116. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CB
CC
Push pull
117. ডায়োড জাংশন ক্যাপাসিট্যান্সের মান হয় মোটামুটি-
30 nF
30 pF
80 nF
40 pF
118. সাইক্লোকনভার্টারের অপর নাম নিচের কোনটি?
বাইল্যাটারাল সিরিজ ইনভার্টার
সাইকেল কনভার্টার
ডিসি ট্রান্সফর্মার
ব্রিজ ইনভার্টার
119. একখণ্ড N-type Semiconductor-এর সাথে একখণ্ড Metal পদার্থ (যেমন- সোনা, রুপা) মিশিয়ে নিচের কোন ডায়োডটি তৈরি করা হয়?
P-N জাংশন ডায়োড
ফটোডায়োড
জেনার ডায়োড
স্কটকি ডায়োড
120. ডায়োডের পি-এন জাংশনে রিভার্স বায়াস প্রয়োগে-
পটেনশিয়াল ব্যারিয়ার বৃদ্ধি পায়
জাংশন রেজিস্ট্যান্স উচ্চ হয়
লিকেজ কারেন্ট প্রবাহিত হয়
সবগুলো