MCQ
121. মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড হলো-
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
পিএন জাংশন ডায়োড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ইন্টারনাল ড্রপ সাধারণ ডায়োডের চেয়ে কম হয় এবং সুইচিং স্পিড সাধারণ ডায়োডের চেয়ে বেশি তাকে স্কটকি ডায়োড বলে। স্কটকি ডায়োডের সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি 20KHz
122. সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ও সিসার অনুপাত হলো--
৮০: ২০
৭০:৩০
৬০:৪০
২৫:৭৫
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ৬০% এবং সিসা ৪০% টিন: সিসা = ৬০:৪০
123. ক্লাস 'ডি' অ্যামপ্লিফায়ারের কর্মদক্ষতা-
25%
50%
90%
60%
124. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: PCB = Printed Circuit Board
125. নিচের কোন ডায়োডের রিভার্স রিকোভারি সময় বেশি?
জেনারেল পারপাস ডায়োড
ফাস্ট রিকোভারি ডায়োড
উভয়েই
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: General purpose diodes are two terminal electronic components that allow current to flow in only one direction and is mainly used for power supply operation. Fast recovery diode is a semiconductor device which possesses short reverse recovery time for rectifications at high frequency.
126. ডায়াক (DIAC) ব্যবহার করা হয়-
TRIAC ট্রিগারিং
মোটরের গতি নিয়ন্ত্রণ,
লাইট ডিমিং
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডায়াক ল্যাম্প ডিমার সার্কিটে, ট্রায়াক-কে ট্রিগারিং করতে, হিট কন্ট্রোল সার্কিটে, স্পিড কন্ট্রোল এবং ইউনিভার্সাল মোটরে
127. কমন বেস ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের কারেন্ট গেইন-
একের অধিক
দুইয়ের বেশি
একের চেয়ে কম
শূন্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The common base (CB) configuration is less than unity. The typical current pain of a cominon base amplifier is 0.98
128. পাওয়ার ইলেকট্রনিক্সের ভিত্তি কী?
কন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
সেমিকন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
ইন্সুলেটর ডিভাইসের সুইচিং গতি
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The primary element in a power electronic system it a switching power converter. The power converter consists of power semiconductor devices that are turned on and off at high frequencies the operation weitches the voltage and current through the devices delivering a control power at the output
129. ট্রানজিস্টরের ইমিটার অংশে ---অপদ্রব্য মেশানো হয়।
অনেক কম
বেসের সমান
অনেক বেশি
কালেক্টরের সমান
130. একটি ট্রানজিস্টরের দুটি জাংশন থাকে, সেগুলো হলো-
ইমিটার-বেস ও কালেক্টর-বেস জাংশন
বেস-কালেক্টর ও ইমিটার-কালেক্টর জাংশন
বেস-ইমিটার ও কালেক্টর ইমিটার জাংশন
ইমিটার-বেস ও কালেক্টর-ইমিটার জাংশন
131. ইলেকট্রনিক্স কাজের জন্য আদর্শ সোল্ডারিং হলো-
25 watt
40 watt
30 watt
60 watt
132. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
133. Transistor তৈরি করতে প্রয়োজন হলো-
Conductor
Insulator
Semiconductог
Wood
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রানজিস্টর তৈরির মূল উপাদান হলো সিলিকন। এর সাথে ইম্পিউরিটি হিসেবে এন্টিমনি, বোরন, আর্সেনিক, জার্মেনিয়াম গ্যালিয়াম ব্যবহৃত
134. Resistance-এর কালার কোডে লাল রঙের সংখ্যা হলো-
8
২
৩
১
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: কালো ০, বাদামি ১, লাল ২, কমলা = ৩, হলুদ 8, সবুজ = ৫, নীল = ৬, বেগুনি ৭, ধূসর ৮, সাদা = ৯
135. ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে ব্যবহার করা হয়-
ভ্যারাক্টর ডায়োড
স্কটকি ডায়োড
ক্যাপাসিটর
পিআই ক্যাপাসিটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: যেসব পি-এন জাংশন ডায়োড ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসেবে কাজ করে এবং যার ক্যাপাসিট্যান্স রিভার্স বায়াস দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে ভ্যারাক্টর ডায়োড বলে।
136. ---ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
কমন ইমিটার
কমন বেস
কমন কালেক্টর
শূন্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The commun ematter (CE) configuration is the most commonly used transistors. Common emilter transimer are used most widely, because a common emitter mansistor amplifier provides high current gain, high voltage gain and high power gain
137. একটি Common collector transistor amplifier- এর সর্বোচ্চ voltage gain হলো-
10
100
1
কোনোটাই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The common collector amplifier has a voltage gain of about I or unity gain
138. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
139. রেজিস্টরের তৃতীয় ব্যান্ড দ্বারা বুঝায়-
সংখ্যা মান
টলারেন্স
গুণক রাশি
একটিও না
140. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা এর base অথবা gate-এর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যা সাধারণত সুইচিং কিংবা অ্যামপ্লিফায়ার বর্তনীকে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
diode
resistor
varistor
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transistor: Transistor is a semiconductor device. It's used to amplify and switch electrical signols and power Diode Diode is an electronic device with we transmitting terminals that allows electric current flow in one direction while blocking current to oposile direction