MCQ
121. ট্রানজিস্টরের ইমিটার অংশে ---অপদ্রব্য মেশানো হয়।
অনেক কম
বেসের সমান
অনেক বেশি
কালেক্টরের সমান
122. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা এর base অথবা gate-এর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যা সাধারণত সুইচিং কিংবা অ্যামপ্লিফায়ার বর্তনীকে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
diode
resistor
varistor
123. ডায়াক (DIAC) ব্যবহার করা হয়-
TRIAC ট্রিগারিং
মোটরের গতি নিয়ন্ত্রণ,
লাইট ডিমিং
সবগুলো
124. নিচের কোন ডায়োডের রিভার্স রিকোভারি সময় বেশি?
জেনারেল পারপাস ডায়োড
ফাস্ট রিকোভারি ডায়োড
উভয়েই
কোনোটিই নয়
125. পাওয়ার ইলেকট্রনিক্সের ভিত্তি কী?
কন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
সেমিকন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
ইন্সুলেটর ডিভাইসের সুইচিং গতি
কোনোটিই নয়
126. মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড হলো-
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
পিএন জাংশন ডায়োড
127. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
128. একটি ট্রানজিস্টরের দুটি জাংশন থাকে, সেগুলো হলো-
ইমিটার-বেস ও কালেক্টর-বেস জাংশন
বেস-কালেক্টর ও ইমিটার-কালেক্টর জাংশন
বেস-ইমিটার ও কালেক্টর ইমিটার জাংশন
ইমিটার-বেস ও কালেক্টর-ইমিটার জাংশন
129. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
130. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
131. ---ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
কমন ইমিটার
কমন বেস
কমন কালেক্টর
শূন্য
132. ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে ব্যবহার করা হয়-
ভ্যারাক্টর ডায়োড
স্কটকি ডায়োড
ক্যাপাসিটর
পিআই ক্যাপাসিটর
133. সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ও সিসার অনুপাত হলো--
৮০: ২০
৭০:৩০
৬০:৪০
২৫:৭৫
134. ক্লাস 'ডি' অ্যামপ্লিফায়ারের কর্মদক্ষতা-
25%
50%
90%
60%
135. Resistance-এর কালার কোডে লাল রঙের সংখ্যা হলো-
8
২
৩
১
136. Transistor তৈরি করতে প্রয়োজন হলো-
Conductor
Insulator
Semiconductог
Wood
137. ইলেকট্রনিক্স কাজের জন্য আদর্শ সোল্ডারিং হলো-
25 watt
40 watt
30 watt
60 watt
138. রেজিস্টরের তৃতীয় ব্যান্ড দ্বারা বুঝায়-
সংখ্যা মান
টলারেন্স
গুণক রাশি
একটিও না
139. একটি Common collector transistor amplifier- এর সর্বোচ্চ voltage gain হলো-
10
100
1
কোনোটাই সত্য নয়
140. কমন বেস ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের কারেন্ট গেইন-
একের অধিক
দুইয়ের বেশি
একের চেয়ে কম
শূন্য