মধ্যযুগ MCQ
1. 'অবক্ষয়' যুগের কবি কে?
শাহ মুহম্মদ সগীর
রামনিধি গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সৈয়দ হামজা
2. কবিগানের প্রথম কবি কে?
গোঁজলা পুট (গুই)
হরু ঠাকুর
ভবানী ঘোষ
নিতাই বৈরাগী
3. 'দোভাষী পুঁথি' বলতে কি বুঝায়?
আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
দুই ভাষায় রচিত পুঁথি
কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
4. পুঁথি সাহিত্য বলতে বুঝি-
প্রেম বিষয়ক
নবী রাসুল বিষয়ক
হিন্দু-মুসলমান সম্পর্ক বিষয়ক
ইসলামি চেতনা সম্পৃক্ত
5. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি-
সৈয়দ সুলতান
হায়াত মাহমুদ
সৈয়দ হামজা
ফকির গরীবুল্লাহ
6. ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি কে দিয়েছিলেন?
কৃষ্ণ চন্দ্র
ময়ূর ভট্ট
রাজা গণেশ
দ্বিজ বংশীদাশ
7. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
দাশরথি রায়
ফকির গরীবুল্লাহ
রামনিধি গুপ্ত
রামরাম বসু
8. তরজা হলো-
এক প্রকার সাহিত্য প্রার্থনা সংগীত বিশেষ
কবিগান জাতীয়
লোকসংগীত
পাঁচালির বিবর্তিত রূপ
9. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
রামনিধি গুপ্ত
এন্টনি ফিরিঙ্গি
দাশরথি রায়
রামপ্রসাদ সেন
10. 'আমীর হামজা' কাব্য রচনা করেন কে?
আলাওল
সৈয়দ হামজা
ফকির গরীবুল্লাহ
রেজাউদ্দৌলা
11. কবিওয়ালা ও শায়েরর উদ্ভব ঘটে কখন?
উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
12. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
ভারতচন্দ্র রায়
সৈয়দ হামজা
দৌলত কাজী
আবদুল হাকিম
13. 'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
শেখ ফয়জুল্লাহ
মীর মোহাম্মদ শফী
আলাওল
ফকির গরীবুল্লাহ
14. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
কবিগান
নাথ সাহিত্য
পুঁথি সাহিত্য
বৈষ্ণব পদ সাহিত্য
15. 'বটতলার পুঁথি' বলতে কী বুঝায়?
বটতলা নামক স্থানে রচিত কাব্য
মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপি
দোভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য
অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
16. 'ইউসুফ-জোলেখা' কাব্যের অনুবাদক-
দৌলত উজির বাহরাম খাঁ
আলাওল
সৈয়দ সুলতান
শাহ মুহম্মদ সগীর
17. আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কী?
জারিগান
গজল
গম্ভীরা গান
টপ্পা গান
18. নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা।"- পংক্তিটির রচয়িতা কে?
আবদুল হাকিম
অতুল প্রসাদ সেন
রামনিধি গুপ্ত
শেখ ফজলুল করিম
19. পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ?
বাংলা
হিন্দি
ফারসি
মিশ্র
20. অন্ধকার যুগের সাহিক্যিক নিদর্শন-
শেখ শুভোদয়া
বৈষ্ণব পদাবলী
শ্রীকৃষ্ণ কীর্তন
কালকেতু উপাখ্যান