MCQ
421. ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
দক্ষিণ আমেরিকা
এশিয়া
আফ্রিকা
ইউরোপ
422. পিটসবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত?
ক্যালিফোর্নিয়া
পেনসিলভেনিয়া
ফ্লোরিডা
টেক্সাস
423. কোন দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়?
আলবেনিয়া
সুরিনাম
চিলি
প্যারাগুয়ে
424. বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
লুলা দ্য সিলভা
গ্যাব্রিয়েল বোরিক
ডেভিড ক্যামেরন
স্যার কামিসেসা মারা
425. চিলির বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
লুলা দ্য সিলভা
গ্যাব্রিয়েল বোরিক
ডেভিড ক্যামেরন
স্যার কামিসেসা মারা
426. আর্জেন্টিনার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
চন্দ্রিকা কুমারাতুঙ্গা
ইসাবেলা পেরন
অং সান সুচি
কোরাজন একুইনো
427. মাদকদ্রব্য উৎপাদন ও চোরচালানের জন্য আলোচিত দেশ কোনটি?
মেক্সিকো
হন্ডুরাস
নিকারগুয়া
কলম্বিয়া
428. হাওয়াই যে রাষ্ট্রের অংশ –
যুক্তরাজ্য
অস্ট্রেলিয়া
জাপান
যুক্তরাষ্ট্র
429. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
নিউইয়র্ক
ফ্লোরিডা
টেক্সাস
ক্যালিফোর্নিয়া
430. বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ—
পেরু
মেক্সিকো
মাদাগাস্কার
চিলি
431. বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ মৃত্যুদন্ড নিষিদ্ধ করে?
নেদারল্যান্ড
জার্মানি
ভেনিজুয়েলা
কোস্টারিকা
432. নিচের নামগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
খার্তুম
বুয়েন্স আয়ার্স
ব্রাসেলস
সুরিনাম
433. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়---
হাওয়াই
আরিজোনা
টেক্সাস
ফ্লোরিডা
434. চিলি কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
উত্তর আমেরিকা
435. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
গায়ানা
বলিভিয়া
ব্রাজিল
কলম্বিয়া
436. নিচের কোনটির সাথে চিলির দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে?
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
ভারত মহাসাগর
উত্তর মহাসাগর
437. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
উত্তর আমেরিকা
আফ্রিকা
438. মাদকদ্রব্য উৎপাদন ও চোরচালানের জন্য ল্যাটিন আমেরিকান সবচেয়ে আলোচিত দেশ কোনটি?
মেক্সিকো
হন্ডুরাস
নিকারগুয়া
কলম্বিয়া
439. যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়—
নিউইয়র্ক
আলাস্কা
ক্যালিফোর্নিয়া
ফ্লোরিড়া
440. কোন দেশের নিকট থেকে যুক্তরাষ্ট্র লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে নেয়?
রাশিয়া
ইংল্যান্ড
ফ্রান্স
অস্ট্রেলিয়া