Image
MCQ
481. আন্না হাজারীর আসল নাম কী?
জয়ন্তী হাজারী
রামচন্দ্র হাজারী
কৃষ্ণচন্দ্র সেন
কিষাণ বাবুরাও হাজারী
482. জেনারেল পারভেজ মোশাররফ কবে ক্ষমতায় আসেন?
২০০০
২০০১
১৯৯৯
১৯৯৮
483. বছরের কোন দিনটি ভারতে সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?
২১ এপ্রিল
২ অক্টোবর
২৬ জানুয়ারি
১০ মে
484. ভারতের সমাজকর্মী আন্না হাজারে কী দমনের জন্য অনশন ধর্মঘট করেছেন?
দুর্ভিক্ষ
সুশাসন
দুর্নীতি
গণতন্ত্র
485. সিরাম ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
চীন
ভারত
বাংলাদেশ
জাপান
486. ২০০৮ সালের ভারতের মুম্বাইয়ে হামলার ঘটনায় কোন জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়েছিল?
আল কায়েদা
তাহরিক-ই-তালেবান
লস্কর-ই-তৈয়বা
লস্কর-ই-জব্বার
487. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
নরেন্দ্র মোদি
প্রণব মুখার্জী
রাহুল গান্ধী
মমতা ব্যানার্জি
488. কাকে 'ডটার অব দি ইস্ট' বলা হয়? / 'ডটার অব দ্য ইস্ট' বইটি লিখেছেন কে?
অং সান সুচি
ইন্দিরা গান্ধী
বন্দরনায়েক
বেনজির ভুট্টো
489. ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম—
ভারতীয় জাতীয় কংগ্রেস
ভারতীয় গণতান্ত্রিক
ভারতীয় জনতা পার্টি
ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট
490. 'In the Line of Fire' বইটির লেখক কে?
পারভেজ মোশাররফ
আসিফ আলী জারদারী
মাহাথির মোহাম্মদ
কোনোটিই নয়
491. ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সামরিক বিমান হামলা পরিচালনা করে?
গিলগিট
এবোটাবাদ
বালাকোট
কোয়েটা
492. ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?
পি. চিদাম্বরাম
অরুন জেটলি
পিস গয়াল
নির্মলা সিতারমন
493. ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী?
পি. চিদাম্বরাম
অরুন জেটলি
পিস গয়াল
নির্মলা সিতারমন
494. ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
সুষমা স্বরাজ
সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
উমা ভারতী
নিতিন গাদকারী
495. আন্না হাজারে কীসের বিরুদ্ধে আন্দোলন করেছেন?
দুর্ভিক্ষ
সুশাসন
দুর্নীতি
গণতন্ত্র
496. কবে নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন?
অক্টোবর, ২০০১
এপ্রিল, ২০০৩
মার্চ, ২০০৫
মার্চ, ২০০০
497. কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না----
দেবগৌড়া
জ্যোতি বসু
মোরারজী দেশাই
লাল বাহাদুর শাস্ত্রী
498. মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
বেগম খালেদা জিয়া
বেনজির ভুট্টো
হাসান আশরাবী
বেগম ফাতেমা জিন্নাহ
499. 'ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাসটেইন্ড গ্রোথ' গ্রন্থের লেখক—
যশোবন্ত সিং
পি চিদম্বরম
মনমোহন সিং
অমর্ত্য সেন
500. কাকে ভারতের অর্থনীতি সংস্কারের স্থপতি বলা হয়?
জ্যোতি বসু
জওহরলাল নেহেরু
অটল বিহারী বাজপেয়ী
মনমোহন সিংহ